নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন কে?
- Answer
- জুলফিকার আলী ভুট্টো
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন “এ দেশের মাটি চাই, মানুষ নয়” - এ উক্তিটি কার? উত্তর জেনারেল ইয়াহিয়া খানের।
- প্রশ্ন “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। এবার তারা শাস্তি এড়াতে পারবে না” - কার উক্তি? উত্তর জেনারেল ইয়াহিয়া খানের।
- প্রশ্ন আইয়ুব খান কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন? উত্তর আগা মুহম্মদ ইয়াহিয়া খান।
- প্রশ্ন ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? উত্তর জুলফিকার আলী ভুট্টো
- প্রশ্ন আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন? উত্তর ২৫ মার্চ ১৯৭১ রাতে।
- প্রশ্ন অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল? উত্তর ইয়াহিয়া খান
- প্রশ্ন এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌঁছে কত তারিখে? উত্তর ৩ মার্চ
- প্রশ্ন বাংলাদেশ নামকরণ কে করেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় কবে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? উত্তর বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর তৎকালীন রেসকোর্স ময়দানে।
- প্রশ্ন বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন? উত্তর মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর ১৯৭১)।
- প্রশ্ন কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? উত্তর বীরশ্রেষ্ঠ রুহুল আমীন।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? উত্তর জানুয়ারি ১৯৬৮।
- প্রশ্ন শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন্ বিভাগের ছাত্র ছিলেন? উত্তর আইন বিভাগের।