মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন কারা?

Answer
মাহবুব উদ্দিন আহমদের নেতৃত্বে আনসার বাহিনীর ১২ জন সদস্য।
Description
মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) ছিলেন তৎকালীন ঝিনাইদহ মহকুমার পুলিশ সুপার। আনসার বাহিনীর ১২ জন সদস্য হলেন - লিয়াকত আলী, আজিম উদ্দিন শেখ, সিরাজ উদ্দিন, হামিদুল হক, ইয়াদ আলী, সাহেব আলী, কেসমত আলী, মফিজ উদ্দিন, অস্থির মল্লিক, ফকির মোহাম্মদ, নজরুল ইসলাম ও মহিউদ্দিন।
Reference
কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৮
Categories
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
Tags
মুজিবনগর/অস্থায়ী/প্রবাসী সরকার

Related Questions