মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কবে?
- Answer
- ৮ সেপ্টেম্বর ১৯৭১।
- Description
- মুজিবনগর সরকারকে দিকনির্দেশনা ও উপদেশ প্রদানের জন্য ৮ সেপ্টেম্বর ১৯৭১ সালে সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তৎকালীন ৫টি রাজনৈতিক দলের ৮ জন সদস্যের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়। এর চেয়ারম্যান ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (ভাসানী)-এর মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
- Reference
- কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৯
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- তারিখ, মুজিবনগর/অস্থায়ী/প্রবাসী সরকার, সর্বদলীয় উপদেষ্টা পরিষদ
Related Questions
- প্রশ্ন মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
- প্রশ্ন মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে? উত্তর ২৪ ফেব্রুয়ারি ২০০০ সালে।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান? উত্তর ৫টি।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অস্থায়ী ও উপ-রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর সৈয়দ নজরুল ইসলাম।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব কে ছিলেন? উত্তর এইচ টি ইমাম
- প্রশ্ন মুজিবনগর সরকারের কৃষি সচিব কে ছিলেন? উত্তর নুরউদ্দিন আহমেদ।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় কবে? উত্তর ১১ জুলাই ১৯৭১
- প্রশ্ন ভারত-বাংলাদেশ যৌথবাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে? উত্তর ৬ ডিসেম্বর ১৯৭১।
- প্রশ্ন কবে সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়? উত্তর ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯।
- প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয় কবে? উত্তর ৩০ মার্চ ১৯৭১