মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে?
- Answer
- ২৪ ফেব্রুয়ারি ২০০০ সালে।
- Description
- Reference
কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৯
- Categories
- বাংলাদেশের উপজেলা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- তারিখ, প্রতিষ্ঠাকাল, মুজিবনগর/অস্থায়ী/প্রবাসী সরকার
Related Questions
- প্রশ্ন মেহেরপুর মহকুমা কবে জেলায় উন্নীত হয়? উত্তর ২৪ ফেব্রুয়ারি ১৯৮৪।
- প্রশ্ন মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কবে? উত্তর ৮ সেপ্টেম্বর ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন? উত্তর ক্যাপ্টেন এম. মনসুর আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল? উত্তর ৮ নং থিয়েটার রোড, কলকাতা, ভারত।
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর আবদুল খালেক।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে? উত্তর ২১ নভেম্বর ১৯৭১
- প্রশ্ন বঙ্গবন্ধু কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন? উত্তর ৮ জানুয়ারি ১৯৭২ সালে।
- প্রশ্ন মুজিবনগর সরকারের রাজধানী কোথায় ছিল? উত্তর মেহেরপুর জেলার মুজিবনগরে।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উত্তর ১৮ এপ্রিল কলকতায়।
- প্রশ্ন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কবে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অর্ন্তভুক্ত করা হয়েছে? উত্তর ৩০ অক্টোবর ২০১৭
- প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? উত্তর ৪ এপ্রিল ১৯৭২