মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত জন ছিল?
- Alt Question
বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
- Answer
- ৬ জন।
- Description
- প্রথমে মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা ছিল ৬ জন। ২৭ ডিসেম্বর ১৯৭১ রদবদল করে ১১ সদস্য করা হয়।
- Reference
- কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৮
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- মুজিবনগর/অস্থায়ী/প্রবাসী সরকার, সংখ্যাতথ্য
Related Questions
- প্রশ্ন মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল? উত্তর ১২টি।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান? উত্তর ৫টি।
- প্রশ্ন মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? উত্তর রুহুল কুদ্দুস।
- প্রশ্ন মুজিবনগর সরকারের আইন সচিব কে ছিলেন? উত্তর আবদুল হান্নান চৌধুরী।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে? উত্তর ১৭৫ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? উত্তর এ.এইচ.এম কামারুজ্জামান। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সংস্থাপন সচিব কে ছিলেন? উত্তর মোহাম্মদ নুরুল কাদের।
- প্রশ্ন ঐতিহাসিক মুজিবনগর কোন্ জেলায় অবস্থিত? উত্তর মেহেরপুর।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর প্রতীক উপাধি লাভ করে? উত্তর ৪২৬ জন।
- প্রশ্ন বীরত্বসূচক উপাধিপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার বয়স কত ছিল? উত্তর ১২ বছর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সময়কাল কোনটি? উত্তর ১০ এপ্রিল ১৯৭১ - ১২ জানুয়ারি ১৯৭২