মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল?
- Answer
- ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইরাক, সুইজারল্যান্ড, ফিলিপাইন, নেপাল, হংকং, জাপান, নাইজেরিয়া
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- বিদেশী মিশন, মুজিবনগর/অস্থায়ী/প্রবাসী সরকার
Related Questions
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের রাজধানী কোথায় ছিল? উত্তর মেহেরপুর জেলার মুজিবনগরে।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উত্তর ১৮ এপ্রিল কলকতায়।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত জন ছিল? উত্তর ৬ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন কারা? উত্তর মাহবুব উদ্দিন আহমদের নেতৃত্বে আনসার বাহিনীর ১২ জন সদস্য।
- প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর এম এ সামাদ
- প্রশ্ন মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে? উত্তর ২৪ ফেব্রুয়ারি ২০০০ সালে।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন? উত্তর ক্যাপ্টেন এম. মনসুর আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল? উত্তর ৮ নং থিয়েটার রোড, কলকাতা, ভারত।
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর আবদুল খালেক।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ৮ নং সেক্টর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? উত্তর আব্দুল মান্নান।