মুজিবনগর সরকারের রাজধানী কোথায় ছিল?
- Alt Question
বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
- Answer
- মেহেরপুর জেলার মুজিবনগরে।
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- মুজিবনগর/অস্থায়ী/প্রবাসী সরকার, মেহেরপুর জেলা, রাজধানী
Related Questions
- প্রশ্ন ঐতিহাসিক মুজিবনগর কোন্ জেলায় অবস্থিত? উত্তর মেহেরপুর।
- প্রশ্ন মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? উত্তর বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
- প্রশ্ন মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক কে ছিলেন? উত্তর ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? উত্তর মুজিবনগর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- প্রশ্ন ১৯৭১ সালের ১৭ এপ্রিল কী বার ছিল? উত্তর শনিবার।
- প্রশ্ন মুজিবনগর সরকারের তথ্য সচিব কে ছিলেন? উত্তর আনোয়ারুল হক খান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান? উত্তর ৫টি।
- প্রশ্ন মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? উত্তর ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইরাক, সুইজারল্যান্ড, ফিলিপাইন, নেপাল, হংকং, জাপান, নাইজেরিয়া
- প্রশ্ন মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অস্থায়ী ও উপ-রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর সৈয়দ নজরুল ইসলাম।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব কে ছিলেন? উত্তর এইচ টি ইমাম
- প্রশ্ন মুজিবনগর সরকারের কৃষি সচিব কে ছিলেন? উত্তর নুরউদ্দিন আহমেদ।
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।