মেহেরপুর মহকুমা কবে জেলায় উন্নীত হয়?
- Answer
- ২৪ ফেব্রুয়ারি ১৯৮৪।
- Description
- Reference
কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৯
- Categories
- বাংলাদেশের জেলা
- Tags
- তারিখ, প্রতিষ্ঠাকাল, মুজিবনগর/অস্থায়ী/প্রবাসী সরকার, মেহেরপুর জেলা
Related Questions
- প্রশ্ন ঐতিহাসিক মুজিবনগর কোন্ জেলায় অবস্থিত? উত্তর মেহেরপুর।
- প্রশ্ন মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে? উত্তর ২৪ ফেব্রুয়ারি ২০০০ সালে।
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক কে ছিলেন? উত্তর ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কবে? উত্তর ৮ সেপ্টেম্বর ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের রাজধানী কোথায় ছিল? উত্তর মেহেরপুর জেলার মুজিবনগরে।
- প্রশ্ন মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? উত্তর বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
- প্রশ্ন মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? উত্তর মুজিবনগর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? উত্তর রুহুল কুদ্দুস।
- প্রশ্ন মুজিবনগর সরকারের আইন সচিব কে ছিলেন? উত্তর আবদুল হান্নান চৌধুরী।
- প্রশ্ন ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? উত্তর সপ্তম তফসিলে [১৫০(২) অনুচ্ছেদ]।
- প্রশ্ন মুক্তিবাহিনী কবে গঠিত হয়? উত্তর ১১ জুলাই ১৯৭১
- প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে সংঘটিত হয়? উত্তর ১৯ মার্চ ১৯৭১