স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
- Alt Question
কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়?
- Answer
- ৬৯ জন।
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- বীরউত্তম, বীরত্বসূচক খেতাব, সংখ্যাতথ্য
Related Questions
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭৬ জন
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর ৪টি
- প্রশ্ন কতজন বিডিআর সদস্য বীরশ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন? উত্তর ২ জন
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান কোন উপাধি লাভ করেন? উত্তর বীরউত্তম
- প্রশ্ন বাংলাদেশের কোনো জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কী? উত্তর বীর উত্তম
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? উত্তর ৭ জন।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে? উত্তর ১৭৫ জন।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর প্রতীক উপাধি লাভ করে? উত্তর ৪২৬ জন।
- প্রশ্ন বীরত্বসূচক উপাধিপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার বয়স কত ছিল? উত্তর ১২ বছর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর প্রায় ৩০ লাখ
- প্রশ্ন অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে? উত্তর ৬০টি
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিল? উত্তর ৩৫ জন।
- প্রশ্ন মুক্তিযোদ্ধের বীরত্বসূচক খেতাব কত তারিখে দেওয়া হয়? উত্তর ১৫ ডিসেম্বর ১৯৭৩
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত জন ছিল? উত্তর ৬ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।