কতজন বিডিআর সদস্য বীরশ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন?
- Alt Question
বিজিবি’র কতজন সদস্যকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়েছে?
- Answer
- ২ জন
- Description
মুক্তিযুদ্ধে তৎকালীন ইপিআর বাহিনীর (বর্তমান বিজিবি) সর্বমোট ৮১৭ জন সৈনিক শহীদ হন। এঁদের মধ্যে অপরিসীম বীরত্বের জন্য শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং শহীদ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ – এই দুজনকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ পদক প্রদান করা হয়। এছাড়া ৮ জন ‘বীর উত্তম’, ৩২ জন ‘বীর বিক্রম’ ও ৭৭ জন ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।
- Reference
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বীরত্বসূচক খেতাব, বীরশ্রেষ্ঠ, সংখ্যাতথ্য
Related Questions
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? উত্তর ৭ জন।
- প্রশ্ন বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন? উত্তর মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর ১৯৭১)।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭৬ জন
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর ৪টি
- প্রশ্ন ইপিআর (EPR)-এর পূর্ণরূপ কী? উত্তর East Pakistan Rifles
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন? উত্তর ৬৯ জন।
- প্রশ্ন বীরশ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত সকলে কীসের সদস্য? উত্তর সশস্ত্র বাহিনীর।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে? উত্তর ১৭৫ জন।
- প্রশ্ন বীরত্বসূচক উপাধিপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার বয়স কত ছিল? উত্তর ১২ বছর।
- প্রশ্ন বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম মৃত্যবরণ করেন কে? উত্তর মোস্তফা কামাল (৮ এপ্রিল ১৯৭১)।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর প্রতীক উপাধি লাভ করে? উত্তর ৪২৬ জন।
- প্রশ্ন ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল? উত্তর প্রায় দশ লক্ষ
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর ১১টি
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? উত্তর ৩টি
- প্রশ্ন কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? উত্তর বীরশ্রেষ্ঠ রুহুল আমীন।