বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম মৃত্যবরণ করেন কে?
- Answer
- মোস্তফা কামাল (৮ এপ্রিল ১৯৭১)।
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- বীরত্বসূচক খেতাব, বীরশ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধে প্রথম
Related Questions
- প্রশ্ন বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন? উত্তর মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর ১৯৭১)।
- প্রশ্ন কতজন বিডিআর সদস্য বীরশ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন? উত্তর ২ জন
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? উত্তর ৭ জন।
- প্রশ্ন কোন্ নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান? উত্তর ক্যাপ্টেন ডা: সেতারা বেগম
- প্রশ্ন বীরশ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত সকলে কীসের সদস্য? উত্তর সশস্ত্র বাহিনীর।
- প্রশ্ন স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? উত্তর জাগ্রত চৌরঙ্গী
- প্রশ্ন সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী? উত্তর শহীদুল ইসলাম (লালু) (বীর প্রতীক)
- প্রশ্ন প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? উত্তর এম হোসেন আলী।
- প্রশ্ন কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? উত্তর বীরশ্রেষ্ঠ রুহুল আমীন।
- প্রশ্ন বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? উত্তর ভুটান
- প্রশ্ন কোন বীরশ্রেষ্ঠের কোনো খেতাবী কবর নেই? উত্তর বীরশ্রেষ্ঠ রুহুল আমীন।
- প্রশ্ন কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? উত্তর ইরাক
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? উত্তর মালয়েশিয়া
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭৬ জন