ইপিআর (EPR)-এর পূর্ণরূপ কী?
- Answer
- East Pakistan Rifles
- Description
মুক্তিযুদ্ধকালীন বিজিবি বাহিনীর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস (সংক্ষেপে ইপিআর)। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর বাহিনীটির নাম ইপিআর করা হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ০৩ মার্চ এ বাহিনীর নামকরণ করা হয় বাংলাদেশ রাইফেলস (সংক্ষেপে বিডিআর)।
- Reference
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বাংলাদেশ-সংক্রান্ত শব্দ-সংক্ষেপ
Related Questions
- প্রশ্ন বিডিআর (BDR)-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Rifles
- প্রশ্ন বিজিবি (BGB)-এর পূর্ণরূপ কী? উত্তর Border Guard Bangladesh
- প্রশ্ন কতজন বিডিআর সদস্য বীরশ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন? উত্তর ২ জন
- প্রশ্ন BFFWT-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Freedom Fighter Welfare Trust
- প্রশ্ন ইজিপি (e-GP) এর পূর্ণরূপ কী? উত্তর Electronic Government Procurement.
- প্রশ্ন মুজিবনগর সরকারের সময়কাল কোনটি? উত্তর ১০ এপ্রিল ১৯৭১ - ১২ জানুয়ারি ১৯৭২
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? উত্তর এ.এইচ.এম কামারুজ্জামান। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সংস্থাপন সচিব কে ছিলেন? উত্তর মোহাম্মদ নুরুল কাদের।
- প্রশ্ন ঐতিহাসিক মুজিবনগর কোন্ জেলায় অবস্থিত? উত্তর মেহেরপুর।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? উত্তর মুজিবনগর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
- প্রশ্ন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? উত্তর মালয়েশিয়া
- প্রশ্ন মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর প্রায় ৩০ লাখ
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭৬ জন
- প্রশ্ন আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? উত্তর ঢাকা সেনানিবাসে।