স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
- Answer
- অধ্যাপক এম ইউসুফ আলী।
- Description
- Reference
- কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৯
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- স্বাধীনতার ঘোষণাপত্র
Related Questions
- প্রশ্ন বিশ্বের কতটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? উত্তর দুটি দেশের।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে? উত্তর ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে থেকে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? উত্তর মুজিবনগর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর প্রায় ৩০ লাখ
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭৬ জন
- প্রশ্ন আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? উত্তর ঢাকা সেনানিবাসে।
- প্রশ্ন অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে? উত্তর ৬০টি
- প্রশ্ন বঙ্গবন্ধু কখন বাংলাদেশ নামকরণ করেন? উত্তর ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে
- প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে স্থাপন করা হয়? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? উত্তর ১০ এপ্রিল, ১৯৭১।
- প্রশ্ন কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে? উত্তর জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট।
- প্রশ্ন একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতী মুক্তিযোদ্ধা কে ছিলেন? উত্তর উক্যাচিং মারমা।