স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে?
- Answer
- ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম।
- Description
- Reference
- কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৯
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- লেখক/রচয়িতা, স্বাধীনতার ঘোষণাপত্র
Related Questions
- প্রশ্ন দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? উত্তর জেনারেল সুখওয়ান্ত সিং
- প্রশ্ন বিশ্বের কতটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? উত্তর দুটি দেশের।
- প্রশ্ন একাত্তরের দিনগুলি বইটির লেখক কে? উত্তর জাহানারা ইমাম
- প্রশ্ন Surrender at Dacca Birth of a Nation বইটির লেখক কে? উত্তর লে. জে. জেএফআর জেকর
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে থেকে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? উত্তর মুজিবনগর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন? উত্তর ক্যাপ্টেন এম. মনসুর আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের আরেক নাম কী? উত্তর প্রবাসী বা অস্থায়ী সরকার।
- প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী কে ছিলেন? উত্তর খন্দকার মোশতাক আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থসচিব কে ছিলেন? উত্তর খন্দকার আসাদুজ্জামান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক কে ছিলেন? উত্তর ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
- প্রশ্ন সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ যুক্ত করা হয়? উত্তর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।