স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে?
- Answer
- ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম।
- Description
- Reference
- কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৯
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- লেখক/রচয়িতা, স্বাধীনতার ঘোষণাপত্র
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? উত্তর মুজিবনগর।
- প্রশ্ন দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? উত্তর জেনারেল সুখওয়ান্ত সিং
- প্রশ্ন একাত্তরের দিনগুলি বইটির লেখক কে? উত্তর জাহানারা ইমাম
- প্রশ্ন বিশ্বের কতটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? উত্তর দুটি দেশের।
- প্রশ্ন Surrender at Dacca Birth of a Nation বইটির লেখক কে? উত্তর লে. জে. জেএফআর জেকর
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে থেকে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় কবে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন “এ দেশের মাটি চাই, মানুষ নয়” - এ উক্তিটি কার? উত্তর জেনারেল ইয়াহিয়া খানের।
- প্রশ্ন মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? উত্তর বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর তৎকালীন রেসকোর্স ময়দানে।
- প্রশ্ন বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন? উত্তর মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর ১৯৭১)।
- প্রশ্ন কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? উত্তর বীরশ্রেষ্ঠ রুহুল আমীন।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? উত্তর জানুয়ারি ১৯৬৮।