Surrender at Dacca Birth of a Nation বইটির লেখক কে?
- Answer
- লে. জে. জেএফআর জেকর
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ, লেখক/রচয়িতা
Related Questions
- প্রশ্ন দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? উত্তর জেনারেল সুখওয়ান্ত সিং
- প্রশ্ন একাত্তরের দিনগুলি বইটির লেখক কে? উত্তর জাহানারা ইমাম
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে? উত্তর ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম।
- প্রশ্ন একাত্তেরর চিঠি - কোন জাতীয় রচনা? উত্তর মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
- প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? উত্তর যশোর
- প্রশ্ন মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল? উত্তর ৮ নং থিয়েটার রোড, কলকাতা, ভারত।
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর আবদুল খালেক।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ৮ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন? উত্তর কর্নেল (অব.) আবদুর রব।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর ২ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? উত্তর আগারগাঁও, ঢাকা।
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষণা করেন? উত্তর ২৩ মার্চ ১৯৬৬ সালে
- প্রশ্ন ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কী ছিল? উত্তর অপারেশন সার্চ লাইট
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘গৌরবাঙ্গন’ কোথায় অবস্থিত? উত্তর যশোর সেনানিবাস