মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
- Answer
- ১১ জুলাই ১৯৭১
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- প্রতিষ্ঠাকাল, মুক্তিবাহিনী
Related Questions
- প্রশ্ন মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে? উত্তর ২৪ ফেব্রুয়ারি ২০০০ সালে।
- প্রশ্ন মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন? উত্তর কর্নেল (অব.) আবদুর রব।
- প্রশ্ন মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল? উত্তর মুক্তিফৌজ
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? উত্তর রুহুল কুদ্দুস।
- প্রশ্ন মুজিবনগর সরকারের আইন সচিব কে ছিলেন? উত্তর আবদুল হান্নান চৌধুরী।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে থেকে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কবে? উত্তর ৮ সেপ্টেম্বর ১৯৭১।
- প্রশ্ন ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল? উত্তর প্রায় দশ লক্ষ
- প্রশ্ন মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর প্রায় ৩০ লাখ
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭৬ জন
- প্রশ্ন আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? উত্তর ঢাকা সেনানিবাসে।
- প্রশ্ন অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে? উত্তর ৬০টি
- প্রশ্ন বঙ্গবন্ধু কখন বাংলাদেশ নামকরণ করেন? উত্তর ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে