মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?
- Answer
- কর্নেল (অব.) আবদুর রব।
- Description
- Reference
কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৯
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- মুক্তিবাহিনী
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন মুক্তিবাহিনী কবে গঠিত হয়? উত্তর ১১ জুলাই ১৯৭১
- প্রশ্ন মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল? উত্তর মুক্তিফৌজ
- প্রশ্ন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? উত্তর বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
- প্রশ্ন কোন ফরাসী সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন? উত্তর আঁদ্রে মায়ারা।
- প্রশ্ন কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না? উত্তর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিল? উত্তর ৩৫ জন।
- প্রশ্ন শহীদ ড. শামসুজ্জোহা-কে কোথায় হত্যা করা হয়েছিল? উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
- প্রশ্ন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কবে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অর্ন্তভুক্ত করা হয়েছে? উত্তর ৩০ অক্টোবর ২০১৭
- প্রশ্ন মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতা কে? উত্তর অ্যালেন গিনসবার্গ
- প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? উত্তর ৪ এপ্রিল ১৯৭২
- প্রশ্ন দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? উত্তর জেনারেল সুখওয়ান্ত সিং
- প্রশ্ন মুক্তিযোদ্ধের বীরত্বসূচক খেতাব কত তারিখে দেওয়া হয়? উত্তর ১৫ ডিসেম্বর ১৯৭৩
- প্রশ্ন ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান কাকে কেন্দ্র করে গড়ে উঠে? উত্তর আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে।
- প্রশ্ন BFFWT-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Freedom Fighter Welfare Trust
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।