মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?
- Answer
- কর্নেল (অব.) আবদুর রব।
- Description
- Reference
কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৯
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- মুক্তিবাহিনী
Related Questions
- প্রশ্ন মুক্তিবাহিনী কবে গঠিত হয়? উত্তর ১১ জুলাই ১৯৭১
- প্রশ্ন মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল? উত্তর মুক্তিফৌজ
- প্রশ্ন মুজিবনগর সরকারের আরেক নাম কী? উত্তর প্রবাসী বা অস্থায়ী সরকার।
- প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী কে ছিলেন? উত্তর খন্দকার মোশতাক আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থসচিব কে ছিলেন? উত্তর খন্দকার আসাদুজ্জামান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক কে ছিলেন? উত্তর ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
- প্রশ্ন বিশ্বের কতটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? উত্তর দুটি দেশের।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান? উত্তর ৫টি।
- প্রশ্ন ১৯৭১ সালে ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? উত্তর ৩ নভেম্বর
- প্রশ্ন আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ১০ নং সেক্টরের
- প্রশ্ন মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? উত্তর ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইরাক, সুইজারল্যান্ড, ফিলিপাইন, নেপাল, হংকং, জাপান, নাইজেরিয়া
- প্রশ্ন ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? উত্তর জুলফিকার আলী ভুট্টো
- প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে সংঘটিত হয়? উত্তর ১৯ মার্চ ১৯৭১
- প্রশ্ন প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর ২ মার্চ ১৯৭১ সালে।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন্ সেক্টরের অর্ন্তভুক্ত ছিল? উত্তর ৭ নং সেক্টর