আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?
- Answer
- ঢাকা সেনানিবাসে।
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- সেনানিবাস
Related Questions
- প্রশ্ন রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী? উত্তর রক্ত সোপান
- প্রশ্ন মুজিবনগর সরকারের সময়কাল কোনটি? উত্তর ১০ এপ্রিল ১৯৭১ - ১২ জানুয়ারি ১৯৭২
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? উত্তর এ.এইচ.এম কামারুজ্জামান। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সংস্থাপন সচিব কে ছিলেন? উত্তর মোহাম্মদ নুরুল কাদের।
- প্রশ্ন ঐতিহাসিক মুজিবনগর কোন্ জেলায় অবস্থিত? উত্তর মেহেরপুর।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? উত্তর মুজিবনগর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কী ছিল? উত্তর এম. এফ
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর ৪টি
- প্রশ্ন মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে? উত্তর ডা. সেতারা বেগম ও তারামন বিবি
- প্রশ্ন কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? উত্তর মেজর জেনারেল জ্যাকব
- প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? উত্তর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
- প্রশ্ন প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
- প্রশ্ন বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? উত্তর ১৮ এপ্রিল ১৯৭১।