সাইমন ড্রিং কে ছিলেন?
- Answer
- ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক।
- Description
তিনি সর্বপ্রথম পাকিস্তানী বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- সাংবাদিক
Related Questions
- প্রশ্ন কোন বিদেশী সাংবাদিক মুক্তিযুদ্ধে গণহত্যার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন? উত্তর সাইমন ড্রিং
- প্রশ্ন মার্ক টলী কীসের সাংবাদিক? উত্তর বিবিসি।
- প্রশ্ন মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অস্থায়ী ও উপ-রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর সৈয়দ নজরুল ইসলাম।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব কে ছিলেন? উত্তর এইচ টি ইমাম
- প্রশ্ন মুজিবনগর সরকারের কৃষি সচিব কে ছিলেন? উত্তর নুরউদ্দিন আহমেদ।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে থেকে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কবে? উত্তর ৮ সেপ্টেম্বর ১৯৭১।
- প্রশ্ন ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল? উত্তর প্রায় দশ লক্ষ
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর ১১টি
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষণা করা হয় কবে? উত্তর ৩ মার্চ ১৯৭১
- প্রশ্ন আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? উত্তর ঢাকা সেনানিবাসে।
- প্রশ্ন অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে? উত্তর ৬০টি
- প্রশ্ন বঙ্গবন্ধু কখন বাংলাদেশ নামকরণ করেন? উত্তর ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে
- প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে স্থাপন করা হয়? উত্তর ২৬ মার্চ ১৯৭১।