সাইমন ড্রিং কে ছিলেন?
- Answer
- ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক।
- Description
তিনি সর্বপ্রথম পাকিস্তানী বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- সাংবাদিক
Related Questions
- প্রশ্ন কোন বিদেশী সাংবাদিক মুক্তিযুদ্ধে গণহত্যার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন? উত্তর সাইমন ড্রিং
- প্রশ্ন মার্ক টলী কীসের সাংবাদিক? উত্তর বিবিসি।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? উত্তর যশোর
- প্রশ্ন মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? উত্তর আব্দুল মান্নান।
- প্রশ্ন ১৯৭১ সালের ১০ এপ্রিল কী বার ছিল? উত্তর শনিবার।
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বাস্থ্য সচিব কে ছিলেন? উত্তর ডা. টি হোসেন
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে? উত্তর ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর প্রধান কে ছিলেন? উত্তর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
- প্রশ্ন অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল? উত্তর ইয়াহিয়া খান
- প্রশ্ন নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন কে? উত্তর জুলফিকার আলী ভুট্টো
- প্রশ্ন ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন? উত্তর মেজর খালেদ মোশারফ
- প্রশ্ন মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? উত্তর ডাচ
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘ভাস্বর চেতন’ কোথায় অবস্থিত? উত্তর ময়মনসিংহ সেনানিবাস
- প্রশ্ন ২৫ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে কোন কারাগারে রাখা হয়? উত্তর পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে।
- প্রশ্ন স্বাধীনতার ইশতেহার কোথায় পাঠ করা হয়? উত্তর পল্টন ময়দানে।