Related Questions
-
প্রশ্ন ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কী ছিল?
উত্তর অপারেশন সার্চ লাইট
-
প্রশ্ন নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন কে?
উত্তর জুলফিকার আলী ভুট্টো
-
প্রশ্ন আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন?
উত্তর ২৫ মার্চ ১৯৭১ রাতে।
-
প্রশ্ন “এ দেশের মাটি চাই, মানুষ নয়” - এ উক্তিটি কার?
উত্তর জেনারেল ইয়াহিয়া খানের।
-
প্রশ্ন “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। এবার তারা শাস্তি এড়াতে পারবে না” - কার উক্তি?
উত্তর জেনারেল ইয়াহিয়া খানের।
-
প্রশ্ন আইয়ুব খান কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন?
উত্তর আগা মুহম্মদ ইয়াহিয়া খান।
-
প্রশ্ন মুজিবনগর সরকারের আরেক নাম কী?
উত্তর প্রবাসী বা অস্থায়ী সরকার।
-
প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী কে ছিলেন?
উত্তর খন্দকার মোশতাক আহমদ।
-
প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থসচিব কে ছিলেন?
উত্তর খন্দকার আসাদুজ্জামান।
-
প্রশ্ন মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক কে ছিলেন?
উত্তর ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
-
প্রশ্ন বিশ্বের কতটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে?
উত্তর দুটি দেশের।
-
প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে?
উত্তর তাজউদ্দীন আহমদ।
-
প্রশ্ন ১৯৭১ সালে ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
উত্তর ৩ নভেম্বর
-
প্রশ্ন আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর ১০ নং সেক্টরের
-
প্রশ্ন মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল?
উত্তর ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইরাক, সুইজারল্যান্ড, ফিলিপাইন, নেপাল, হংকং, জাপান, নাইজেরিয়া