“এ দেশের মাটি চাই, মানুষ নয়” - এ উক্তিটি কার?
- Answer
- জেনারেল ইয়াহিয়া খানের।
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- ইয়াহিয়া খান, উক্তি
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। এবার তারা শাস্তি এড়াতে পারবে না” - কার উক্তি? উত্তর জেনারেল ইয়াহিয়া খানের।
- প্রশ্ন অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল? উত্তর ইয়াহিয়া খান
- প্রশ্ন নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন কে? উত্তর জুলফিকার আলী ভুট্টো
- প্রশ্ন আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন? উত্তর ২৫ মার্চ ১৯৭১ রাতে।
- প্রশ্ন আইয়ুব খান কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন? উত্তর আগা মুহম্মদ ইয়াহিয়া খান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন? উত্তর ক্যাপ্টেন এম. মনসুর আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের আরেক নাম কী? উত্তর প্রবাসী বা অস্থায়ী সরকার।
- প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী কে ছিলেন? উত্তর খন্দকার মোশতাক আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থসচিব কে ছিলেন? উত্তর খন্দকার আসাদুজ্জামান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক কে ছিলেন? উত্তর ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
- প্রশ্ন বিশ্বের কতটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? উত্তর দুটি দেশের।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন রাজাকার বাহিনী গঠন করেন কে? উত্তর মওলানা এ কে এম ইউসুফ
- প্রশ্ন ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে? উত্তর ২১ নভেম্বর ১৯৭১
- প্রশ্ন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১