“এ দেশের মাটি চাই, মানুষ নয়” - এ উক্তিটি কার?
- Answer
- জেনারেল ইয়াহিয়া খানের।
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- ইয়াহিয়া খান, উক্তি
Related Questions
- প্রশ্ন “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। এবার তারা শাস্তি এড়াতে পারবে না” - কার উক্তি? উত্তর জেনারেল ইয়াহিয়া খানের।
- প্রশ্ন অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল? উত্তর ইয়াহিয়া খান
- প্রশ্ন নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন কে? উত্তর জুলফিকার আলী ভুট্টো
- প্রশ্ন আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন? উত্তর ২৫ মার্চ ১৯৭১ রাতে।
- প্রশ্ন আইয়ুব খান কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন? উত্তর আগা মুহম্মদ ইয়াহিয়া খান।
- প্রশ্ন বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন তারিখে মৃত্যুবরণ করেন? উত্তর ১৮ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকা কোনটি? উত্তর জয়বাংলা
- প্রশ্ন বীরশ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত সকলে কীসের সদস্য? উত্তর সশস্ত্র বাহিনীর।
- প্রশ্ন ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ - কোন উন্যাসে রয়েছে? উত্তর কপালকুণ্ডলা
- প্রশ্ন মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল? উত্তর ৮ নং থিয়েটার রোড, কলকাতা, ভারত।
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর আবদুল খালেক।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ৮ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন? উত্তর কর্নেল (অব.) আবদুর রব।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর ২ নং সেক্টর।