Related Questions
-
প্রশ্ন “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। এবার তারা শাস্তি এড়াতে পারবে না” - কার উক্তি?
উত্তর জেনারেল ইয়াহিয়া খানের।
-
প্রশ্ন অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
উত্তর ইয়াহিয়া খান
-
প্রশ্ন নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন কে?
উত্তর জুলফিকার আলী ভুট্টো
-
প্রশ্ন আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন?
উত্তর ২৫ মার্চ ১৯৭১ রাতে।
-
প্রশ্ন আইয়ুব খান কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন?
উত্তর আগা মুহম্মদ ইয়াহিয়া খান।
-
প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর যশোর
-
প্রশ্ন মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত জন ছিল?
উত্তর ৬ জন।
-
প্রশ্ন মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন কারা?
উত্তর মাহবুব উদ্দিন আহমদের নেতৃত্বে আনসার বাহিনীর ১২ জন সদস্য।
-
প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র সচিব কে ছিলেন?
উত্তর এম এ সামাদ
-
প্রশ্ন মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে?
উত্তর ২৪ ফেব্রুয়ারি ২০০০ সালে।
-
প্রশ্ন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর কর্নেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
-
প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান?
উত্তর ৫টি।
-
প্রশ্ন ১৯৭১ সালে ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
উত্তর ৩ নভেম্বর
-
প্রশ্ন আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর ১০ নং সেক্টরের
-
প্রশ্ন মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল?
উত্তর ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইরাক, সুইজারল্যান্ড, ফিলিপাইন, নেপাল, হংকং, জাপান, নাইজেরিয়া