মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
- Answer
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- Description
- Reference
- কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৮
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুজিবনগর/অস্থায়ী/প্রবাসী সরকার, রাষ্ট্রপতি
Related Questions
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত জন ছিল? উত্তর ৬ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল? উত্তর ৮ নং থিয়েটার রোড, কলকাতা, ভারত।
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর আবদুল খালেক।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ৮ নং সেক্টর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।
- প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন বঙ্গবন্ধু কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন? উত্তর ৮ জানুয়ারি ১৯৭২ সালে।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন কে? উত্তর পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।
- প্রশ্ন আগরতলা মামলাকে কী বলে অভিহিত করা হয়? উত্তর রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন ১৯৭১ সালের ১০ এপ্রিল কী বার ছিল? উত্তর শনিবার।
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বাস্থ্য সচিব কে ছিলেন? উত্তর ডা. টি হোসেন
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের রাজধানী কোথায় ছিল? উত্তর মেহেরপুর জেলার মুজিবনগরে।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিল? উত্তর ৩৫ জন।