মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের?
- Answer
- ডাচ
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- বীর প্রতীক
Related Questions
- প্রশ্ন মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে? উত্তর ডা. সেতারা বেগম ও তারামন বিবি
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী কে? উত্তর হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অস্ট্রেলিয়া।
- প্রশ্ন কোন্ নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান? উত্তর ক্যাপ্টেন ডা: সেতারা বেগম
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর প্রতীক উপাধি লাভ করে? উত্তর ৪২৬ জন।
- প্রশ্ন বীরত্বসূচক উপাধিপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার বয়স কত ছিল? উত্তর ১২ বছর।
- প্রশ্ন সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী? উত্তর শহীদুল ইসলাম (লালু) (বীর প্রতীক)
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? উত্তর রুহুল কুদ্দুস।
- প্রশ্ন মুজিবনগর সরকারের আইন সচিব কে ছিলেন? উত্তর আবদুল হান্নান চৌধুরী।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
- প্রশ্ন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? উত্তর মালয়েশিয়া
- প্রশ্ন মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর প্রায় ৩০ লাখ
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭৬ জন