মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের?
- Answer
- ডাচ
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- বীর প্রতীক
Related Questions
- প্রশ্ন বীরত্বসূচক উপাধিপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার বয়স কত ছিল? উত্তর ১২ বছর।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর প্রতীক উপাধি লাভ করে? উত্তর ৪২৬ জন।
- প্রশ্ন সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী? উত্তর শহীদুল ইসলাম (লালু) (বীর প্রতীক)
- প্রশ্ন মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে? উত্তর ডা. সেতারা বেগম ও তারামন বিবি
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী কে? উত্তর হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অস্ট্রেলিয়া।
- প্রশ্ন কোন্ নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান? উত্তর ক্যাপ্টেন ডা: সেতারা বেগম
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার রচনা ? উত্তর হুমায়ূন আহমেদ
- প্রশ্ন বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন তারিখে মৃত্যুবরণ করেন? উত্তর ১৮ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকা কোনটি? উত্তর জয়বাংলা
- প্রশ্ন বীরশ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত সকলে কীসের সদস্য? উত্তর সশস্ত্র বাহিনীর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন? উত্তর ক্যাপ্টেন এম. মনসুর আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল? উত্তর ৮ নং থিয়েটার রোড, কলকাতা, ভারত।
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর আবদুল খালেক।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ৮ নং সেক্টর।