মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- Answer
- আগারগাঁও, ঢাকা।
- Description
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ ১৯৯৬ সালে। প্রতিষ্ঠাকালীন এটির অবস্থান ছিল ঢাকার সেগুনবাগিচায়। সরকার ২০০৮ সালে পশ্চিম আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে জাদুঘরটি স্থানান্তরের জন্য ২.৫ বিঘা জমি মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ডের কাছে হস্তান্তর করে। ১৬ এপ্রিল ২০১৭ আনুষ্ঠানিকভাবে দ্বার উন্মোচন করা হয় আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের।
- Categories
- বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও স্থাপনা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জাদুঘর, ঠিকানা/অবস্থান, ঢাকা জেলা, মুক্তিযুদ্ধ জাদুঘর
Related Questions
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘গৌরবাঙ্গন’ কোথায় অবস্থিত? উত্তর যশোর সেনানিবাস
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর ২ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘শাশ্বত বাংলা’ কোথায় অবস্থিত? উত্তর রংপুর সেনানিবাস
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘ভাস্বর চেতন’ কোথায় অবস্থিত? উত্তর ময়মনসিংহ সেনানিবাস
- প্রশ্ন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? উত্তর সুনামগঞ্জ
- প্রশ্ন মুজিবনগর সরকারের সময়কাল কোনটি? উত্তর ১০ এপ্রিল ১৯৭১ - ১২ জানুয়ারি ১৯৭২
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? উত্তর এ.এইচ.এম কামারুজ্জামান। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সংস্থাপন সচিব কে ছিলেন? উত্তর মোহাম্মদ নুরুল কাদের।
- প্রশ্ন ঐতিহাসিক মুজিবনগর কোন্ জেলায় অবস্থিত? উত্তর মেহেরপুর।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? উত্তর মুজিবনগর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কী ছিল? উত্তর এম. এফ
- প্রশ্ন ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে? উত্তর ২১ নভেম্বর ১৯৭১
- প্রশ্ন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১
- প্রশ্ন কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? উত্তর মেজর জেনারেল জ্যাকব