মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- Answer
- আগারগাঁও, ঢাকা।
- Description
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ ১৯৯৬ সালে। প্রতিষ্ঠাকালীন এটির অবস্থান ছিল ঢাকার সেগুনবাগিচায়। সরকার ২০০৮ সালে পশ্চিম আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে জাদুঘরটি স্থানান্তরের জন্য ২.৫ বিঘা জমি মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ডের কাছে হস্তান্তর করে। ১৬ এপ্রিল ২০১৭ আনুষ্ঠানিকভাবে দ্বার উন্মোচন করা হয় আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের।
- Categories
- বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও স্থাপনা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জাদুঘর, ঠিকানা/অবস্থান, ঢাকা জেলা, মুক্তিযুদ্ধ জাদুঘর
Related Questions
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘গৌরবাঙ্গন’ কোথায় অবস্থিত? উত্তর যশোর সেনানিবাস
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর ২ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘শাশ্বত বাংলা’ কোথায় অবস্থিত? উত্তর রংপুর সেনানিবাস
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘ভাস্বর চেতন’ কোথায় অবস্থিত? উত্তর ময়মনসিংহ সেনানিবাস
- প্রশ্ন মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত? উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়।
- প্রশ্ন মুজিবনগর সরকারের আরেক নাম কী? উত্তর প্রবাসী বা অস্থায়ী সরকার।
- প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী কে ছিলেন? উত্তর খন্দকার মোশতাক আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থসচিব কে ছিলেন? উত্তর খন্দকার আসাদুজ্জামান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক কে ছিলেন? উত্তর ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
- প্রশ্ন বিশ্বের কতটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? উত্তর দুটি দেশের।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন রাজাকার বাহিনী গঠন করেন কে? উত্তর মওলানা এ কে এম ইউসুফ
- প্রশ্ন আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ১০ নং সেক্টরের
- প্রশ্ন মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? উত্তর ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইরাক, সুইজারল্যান্ড, ফিলিপাইন, নেপাল, হংকং, জাপান, নাইজেরিয়া
- প্রশ্ন ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? উত্তর জুলফিকার আলী ভুট্টো