মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- Answer
- আগারগাঁও, ঢাকা।
- Description
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ ১৯৯৬ সালে। প্রতিষ্ঠাকালীন এটির অবস্থান ছিল ঢাকার সেগুনবাগিচায়। সরকার ২০০৮ সালে পশ্চিম আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে জাদুঘরটি স্থানান্তরের জন্য ২.৫ বিঘা জমি মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ডের কাছে হস্তান্তর করে। ১৬ এপ্রিল ২০১৭ আনুষ্ঠানিকভাবে দ্বার উন্মোচন করা হয় আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের।
- Categories
- বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও স্থাপনা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জাদুঘর, ঠিকানা/অবস্থান, ঢাকা জেলা, মুক্তিযুদ্ধ জাদুঘর
Related Questions
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘গৌরবাঙ্গন’ কোথায় অবস্থিত? উত্তর যশোর সেনানিবাস
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর ২ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘শাশ্বত বাংলা’ কোথায় অবস্থিত? উত্তর রংপুর সেনানিবাস
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘ভাস্বর চেতন’ কোথায় অবস্থিত? উত্তর ময়মনসিংহ সেনানিবাস
- প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয় কবে? উত্তর ৩০ মার্চ ১৯৭১
- প্রশ্ন মার্ক টলী কীসের সাংবাদিক? উত্তর বিবিসি।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন? উত্তর ক্যাপ্টেন এম. মনসুর আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত জন ছিল? উত্তর ৬ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন কারা? উত্তর মাহবুব উদ্দিন আহমদের নেতৃত্বে আনসার বাহিনীর ১২ জন সদস্য।
- প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর এম এ সামাদ
- প্রশ্ন মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে? উত্তর ২৪ ফেব্রুয়ারি ২০০০ সালে।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর কর্নেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান? উত্তর ৫টি।
- প্রশ্ন ১৯৭১ সালে ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? উত্তর ৩ নভেম্বর
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষণা করেন? উত্তর ২৩ মার্চ ১৯৬৬ সালে