মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- Answer
- আগারগাঁও, ঢাকা।
- Description
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ ১৯৯৬ সালে। প্রতিষ্ঠাকালীন এটির অবস্থান ছিল ঢাকার সেগুনবাগিচায়। সরকার ২০০৮ সালে পশ্চিম আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে জাদুঘরটি স্থানান্তরের জন্য ২.৫ বিঘা জমি মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ডের কাছে হস্তান্তর করে। ১৬ এপ্রিল ২০১৭ আনুষ্ঠানিকভাবে দ্বার উন্মোচন করা হয় আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের।
- Categories
- বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও স্থাপনা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জাদুঘর, ঠিকানা/অবস্থান, ঢাকা জেলা, মুক্তিযুদ্ধ জাদুঘর
Related Questions
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘গৌরবাঙ্গন’ কোথায় অবস্থিত? উত্তর যশোর সেনানিবাস
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর ২ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘শাশ্বত বাংলা’ কোথায় অবস্থিত? উত্তর রংপুর সেনানিবাস
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘ভাস্বর চেতন’ কোথায় অবস্থিত? উত্তর ময়মনসিংহ সেনানিবাস
- প্রশ্ন স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? উত্তর জাগ্রত চৌরঙ্গী
- প্রশ্ন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- প্রশ্ন ১৯৭১ সালের ১৭ এপ্রিল কী বার ছিল? উত্তর শনিবার।
- প্রশ্ন মুজিবনগর সরকারের তথ্য সচিব কে ছিলেন? উত্তর আনোয়ারুল হক খান।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
- প্রশ্ন সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী? উত্তর শহীদুল ইসলাম (লালু) (বীর প্রতীক)
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর ১১টি
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষণা করা হয় কবে? উত্তর ৩ মার্চ ১৯৭১
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? উত্তর ৩টি
- প্রশ্ন এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌঁছে কত তারিখে? উত্তর ৩ মার্চ