কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন?
- Answer
- মেজর জেনারেল জ্যাকব
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- মুক্তিযুদ্ধকালীন ব্যক্তিবর্গ
Related Questions
- প্রশ্ন পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন? উত্তর জেনারেল এ, কে নিয়াজী।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিলেন? উত্তর ডক্টর মালিক (বেসামরিক গভর্নর)।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
- প্রশ্ন জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে? উত্তর জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট।
- প্রশ্ন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? উত্তর বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
- প্রশ্ন রাজাকার বাহিনী গঠন করেন কে? উত্তর মওলানা এ কে এম ইউসুফ
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন? উত্তর ক্যাপ্টেন এম. মনসুর আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল? উত্তর ৮ নং থিয়েটার রোড, কলকাতা, ভারত।
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর আবদুল খালেক।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ৮ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন? উত্তর কর্নেল (অব.) আবদুর রব।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর ২ নং সেক্টর।
- প্রশ্ন মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? উত্তর আগারগাঁও, ঢাকা।
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষণা করেন? উত্তর ২৩ মার্চ ১৯৬৬ সালে