আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
- Answer
- বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- মুক্তিযুদ্ধকালীন ব্যক্তিবর্গ
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিলেন? উত্তর ডক্টর মালিক (বেসামরিক গভর্নর)।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
- প্রশ্ন পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন? উত্তর জেনারেল এ, কে নিয়াজী।
- প্রশ্ন জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে? উত্তর জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট।
- প্রশ্ন রাজাকার বাহিনী গঠন করেন কে? উত্তর মওলানা এ কে এম ইউসুফ
- প্রশ্ন কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? উত্তর মেজর জেনারেল জ্যাকব
- প্রশ্ন কোন্ নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান? উত্তর ক্যাপ্টেন ডা: সেতারা বেগম
- প্রশ্ন মুক্তিযুদ্ধরে পটভুমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে? উত্তর আলমগীর কবির
- প্রশ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? উত্তর সিপাহী
- প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয় কবে? উত্তর ৩০ মার্চ ১৯৭১
- প্রশ্ন মার্ক টলী কীসের সাংবাদিক? উত্তর বিবিসি।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত জন ছিল? উত্তর ৬ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন কারা? উত্তর মাহবুব উদ্দিন আহমদের নেতৃত্বে আনসার বাহিনীর ১২ জন সদস্য।
- প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর এম এ সামাদ
- প্রশ্ন মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে? উত্তর ২৪ ফেব্রুয়ারি ২০০০ সালে।