জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে?
- Answer
- জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট।
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- মুক্তিযুদ্ধকালীন ব্যক্তিবর্গ
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন? উত্তর জেনারেল এ, কে নিয়াজী।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
- প্রশ্ন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? উত্তর বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
- প্রশ্ন কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? উত্তর মেজর জেনারেল জ্যাকব
- প্রশ্ন রাজাকার বাহিনী গঠন করেন কে? উত্তর মওলানা এ কে এম ইউসুফ
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিলেন? উত্তর ডক্টর মালিক (বেসামরিক গভর্নর)।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? উত্তর ডাচ
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘ভাস্বর চেতন’ কোথায় অবস্থিত? উত্তর ময়মনসিংহ সেনানিবাস
- প্রশ্ন ২৫ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে কোন কারাগারে রাখা হয়? উত্তর পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে।
- প্রশ্ন স্বাধীনতার ইশতেহার কোথায় পাঠ করা হয়? উত্তর পল্টন ময়দানে।
- প্রশ্ন মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল? উত্তর ১২টি।
- প্রশ্ন প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? উত্তর এম হোসেন আলী।
- প্রশ্ন বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন? উত্তর মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর ১৯৭১)।
- প্রশ্ন কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? উত্তর বীরশ্রেষ্ঠ রুহুল আমীন।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? উত্তর জানুয়ারি ১৯৬৮।