মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল?
- Answer
- মুক্তিফৌজ
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- মুক্তিবাহিনী
Related Questions
- প্রশ্ন মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন? উত্তর কর্নেল (অব.) আবদুর রব।
- প্রশ্ন মুক্তিবাহিনী কবে গঠিত হয়? উত্তর ১১ জুলাই ১৯৭১
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? উত্তর রুহুল কুদ্দুস।
- প্রশ্ন মুজিবনগর সরকারের আইন সচিব কে ছিলেন? উত্তর আবদুল হান্নান চৌধুরী।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
- প্রশ্ন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? উত্তর মালয়েশিয়া
- প্রশ্ন মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর প্রায় ৩০ লাখ
- প্রশ্ন মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে? উত্তর ডা. সেতারা বেগম ও তারামন বিবি
- প্রশ্ন কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’? উত্তর আইভরি কোস্ট
- প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন বঙ্গবন্ধু কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন? উত্তর ৮ জানুয়ারি ১৯৭২ সালে।
- প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপন করা হয়? উত্তর চট্টগ্রামের কালুরঘাটে