১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কী ছিল?
- Answer
- অপারেশন সার্চ লাইট
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- অপারেশন সার্চলাইট, মুক্তিযুদ্ধের অপারেশনসমূহ
Related Questions
- প্রশ্ন অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে? উত্তর ৬০টি
- প্রশ্ন অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল? উত্তর ইয়াহিয়া খান
- প্রশ্ন শহীদ ড. শামসুজ্জোহা-কে কবে হত্যা করা হয়েছিল? উত্তর ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯
- প্রশ্ন দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ম্যাডিসন স্কয়ার গার্ডেন
- প্রশ্ন কোন বিদেশী সাংবাদিক মুক্তিযুদ্ধে গণহত্যার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন? উত্তর সাইমন ড্রিং
- প্রশ্ন কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? উত্তর ইরাক
- প্রশ্ন “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। এবার তারা শাস্তি এড়াতে পারবে না” - কার উক্তি? উত্তর জেনারেল ইয়াহিয়া খানের।
- প্রশ্ন রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী? উত্তর রক্ত সোপান
- প্রশ্ন আগরতলা মামলাকে কী বলে অভিহিত করা হয়? উত্তর রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন বাংলাদেশকে ‘তলাহীন ঝুড়ি’ বলেছিলেন কে? উত্তর মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন।
- প্রশ্ন মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অস্থায়ী ও উপ-রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর সৈয়দ নজরুল ইসলাম।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব কে ছিলেন? উত্তর এইচ টি ইমাম
- প্রশ্ন মুজিবনগর সরকারের কৃষি সচিব কে ছিলেন? উত্তর নুরউদ্দিন আহমেদ।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে থেকে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।