মুক্তিযোদ্ধের বীরত্বসূচক খেতাব কত তারিখে দেওয়া হয়?
- Answer
- ১৫ ডিসেম্বর ১৯৭৩
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- তারিখ, বীরত্বসূচক খেতাব, মুক্তিযোদ্ধা
Related Questions
- প্রশ্ন সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী? উত্তর শহীদুল ইসলাম (লালু) (বীর প্রতীক)
- প্রশ্ন বীরত্বসূচক উপাধিপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার বয়স কত ছিল? উত্তর ১২ বছর।
- প্রশ্ন মুক্তিযোদ্ধা দিবস কবে? উত্তর ১ ডিসেম্বর
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় কবে? উত্তর ১১ জুলাই ১৯৭১
- প্রশ্ন ভারত-বাংলাদেশ যৌথবাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে? উত্তর ৬ ডিসেম্বর ১৯৭১।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন? উত্তর ৬৯ জন।
- প্রশ্ন কবে সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়? উত্তর ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯।
- প্রশ্ন কোন্ নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান? উত্তর ক্যাপ্টেন ডা: সেতারা বেগম
- প্রশ্ন বীরশ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত সকলে কীসের সদস্য? উত্তর সশস্ত্র বাহিনীর।
- প্রশ্ন মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? উত্তর ২৫ মার্চ ১৯৭১, মধ্যরাতে।
- প্রশ্ন স্বাধীনতার ইশতেহার কবে পাঠ করা হয়? উত্তর ৩ মার্চ ১৯৭১
- প্রশ্ন ২৬ মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কবে? উত্তর ১৯৮০ সালে।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে? উত্তর ১৭৫ জন।