মুক্তিযোদ্ধের বীরত্বসূচক খেতাব কত তারিখে দেওয়া হয়?
- Answer
- ১৫ ডিসেম্বর ১৯৭৩
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- তারিখ, বীরত্বসূচক খেতাব, মুক্তিযোদ্ধা
Related Questions
- প্রশ্ন সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী? উত্তর শহীদুল ইসলাম (লালু) (বীর প্রতীক)
- প্রশ্ন বীরত্বসূচক উপাধিপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার বয়স কত ছিল? উত্তর ১২ বছর।
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে থেকে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কবে? উত্তর ৮ সেপ্টেম্বর ১৯৭১।
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষণা করা হয় কবে? উত্তর ৩ মার্চ ১৯৭১
- প্রশ্ন বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম মৃত্যবরণ করেন কে? উত্তর মোস্তফা কামাল (৮ এপ্রিল ১৯৭১)।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর প্রতীক উপাধি লাভ করে? উত্তর ৪২৬ জন।
- প্রশ্ন পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন? উত্তর ২০ জানুয়ারি ১৯৬৯।
- প্রশ্ন আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন? উত্তর ২৫ মার্চ ১৯৭১ রাতে।
- প্রশ্ন স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন কবে? উত্তর ১০ জানুয়ারি ১৯৭২৷
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭৬ জন
- প্রশ্ন এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌঁছে কত তারিখে? উত্তর ৩ মার্চ
- প্রশ্ন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় কবে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন? উত্তর মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর ১৯৭১)।