মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
- Alt Question
বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান কে?- Answer
- কর্নেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
- Description
- Reference
কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৯
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশে প্রথম ব্যক্তি, সেনাপ্রধান/সেনাপতি
Related Questions
- প্রশ্ন জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? উত্তর ১৮ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উত্তর আ স ম আব্দুর রব
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে কে ভাগ করেন? উত্তর জেনারেল আতাউল গনি ওসমানী।
- প্রশ্ন ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন? উত্তর জেনারেল জগজিৎ সিং অরোরা।
- প্রশ্ন প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? উত্তর এম হোসেন আলী।
- প্রশ্ন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? উত্তর মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? উত্তর রুহুল কুদ্দুস।
- প্রশ্ন মুজিবনগর সরকারের আইন সচিব কে ছিলেন? উত্তর আবদুল হান্নান চৌধুরী।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কী ছিল? উত্তর এম. এফ
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর ৪টি
- প্রশ্ন মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে? উত্তর ডা. সেতারা বেগম ও তারামন বিবি