মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
- Alt Question
বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান কে?- Answer
- কর্নেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
- Description
- Reference
কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৯
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশে প্রথম ব্যক্তি, সেনাপ্রধান/সেনাপতি
Related Questions
- প্রশ্ন জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? উত্তর ১৮ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? উত্তর এম হোসেন আলী।
- প্রশ্ন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? উত্তর মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উত্তর আ স ম আব্দুর রব
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে কে ভাগ করেন? উত্তর জেনারেল আতাউল গনি ওসমানী।
- প্রশ্ন ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন? উত্তর জেনারেল জগজিৎ সিং অরোরা।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে? উত্তর ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
- প্রশ্ন সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী? উত্তর শহীদুল ইসলাম (লালু) (বীর প্রতীক)
- প্রশ্ন মুক্তিবাহিনী কবে গঠিত হয়? উত্তর ১১ জুলাই ১৯৭১
- প্রশ্ন মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল? উত্তর মুক্তিফৌজ
- প্রশ্ন মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? উত্তর ডাচ
- প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর ‘ভাস্বর চেতন’ কোথায় অবস্থিত? উত্তর ময়মনসিংহ সেনানিবাস
- প্রশ্ন ২৫ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে কোন কারাগারে রাখা হয়? উত্তর পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে।