মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
- Alt Question
বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান কে?- Answer
- কর্নেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
- Description
- Reference
কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিল ২০২১। পৃষ্ঠা-৩৯
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশে প্রথম ব্যক্তি, সেনাপ্রধান/সেনাপতি
Related Questions
- প্রশ্ন জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? উত্তর ১৮ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উত্তর আ স ম আব্দুর রব
- প্রশ্ন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে কে ভাগ করেন? উত্তর জেনারেল আতাউল গনি ওসমানী।
- প্রশ্ন ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন? উত্তর জেনারেল জগজিৎ সিং অরোরা।
- প্রশ্ন প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? উত্তর এম হোসেন আলী।
- প্রশ্ন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? উত্তর মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
- প্রশ্ন কোন বীরশ্রেষ্ঠের কোনো খেতাবী কবর নেই? উত্তর বীরশ্রেষ্ঠ রুহুল আমীন।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন কে? উত্তর পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।
- প্রশ্ন শহীদ ড. শামসুজ্জোহা-কে কবে হত্যা করা হয়েছিল? উত্তর ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯
- প্রশ্ন দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ম্যাডিসন স্কয়ার গার্ডেন
- প্রশ্ন কোন বিদেশী সাংবাদিক মুক্তিযুদ্ধে গণহত্যার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন? উত্তর সাইমন ড্রিং
- প্রশ্ন কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? উত্তর ইরাক
- প্রশ্ন “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। এবার তারা শাস্তি এড়াতে পারবে না” - কার উক্তি? উত্তর জেনারেল ইয়াহিয়া খানের।
- প্রশ্ন রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী? উত্তর রক্ত সোপান