১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?
- Answer
- জুলফিকার আলী ভুট্টো
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জুলফিকার আলী ভুট্টো
Related Questions
- প্রশ্ন নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন কে? উত্তর জুলফিকার আলী ভুট্টো
- প্রশ্ন স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? উত্তর জাগ্রত চৌরঙ্গী
- প্রশ্ন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- প্রশ্ন ১৯৭১ সালের ১৭ এপ্রিল কী বার ছিল? উত্তর শনিবার।
- প্রশ্ন মুজিবনগর সরকারের তথ্য সচিব কে ছিলেন? উত্তর আনোয়ারুল হক খান।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
- প্রশ্ন সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী? উত্তর শহীদুল ইসলাম (লালু) (বীর প্রতীক)
- প্রশ্ন মুক্তিবাহিনী কবে গঠিত হয়? উত্তর ১১ জুলাই ১৯৭১
- প্রশ্ন মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল? উত্তর মুক্তিফৌজ
- প্রশ্ন মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? উত্তর ডাচ
- প্রশ্ন এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌঁছে কত তারিখে? উত্তর ৩ মার্চ
- প্রশ্ন বাংলাদেশ নামকরণ কে করেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় কবে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন “এ দেশের মাটি চাই, মানুষ নয়” - এ উক্তিটি কার? উত্তর জেনারেল ইয়াহিয়া খানের।