১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?
- Answer
- জুলফিকার আলী ভুট্টো
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জুলফিকার আলী ভুট্টো
Related Questions
- প্রশ্ন নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন কে? উত্তর জুলফিকার আলী ভুট্টো
- প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? উত্তর ৪ এপ্রিল ১৯৭২
- প্রশ্ন দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? উত্তর জেনারেল সুখওয়ান্ত সিং
- প্রশ্ন মুক্তিযোদ্ধের বীরত্বসূচক খেতাব কত তারিখে দেওয়া হয়? উত্তর ১৫ ডিসেম্বর ১৯৭৩
- প্রশ্ন ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান কাকে কেন্দ্র করে গড়ে উঠে? উত্তর আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে।
- প্রশ্ন BFFWT-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Freedom Fighter Welfare Trust
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? উত্তর রুহুল কুদ্দুস।
- প্রশ্ন মুজিবনগর সরকারের আইন সচিব কে ছিলেন? উত্তর আবদুল হান্নান চৌধুরী।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
- প্রশ্ন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? উত্তর মালয়েশিয়া
- প্রশ্ন মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর প্রায় ৩০ লাখ
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭৬ জন