একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতী মুক্তিযোদ্ধা কে ছিলেন?
- Answer
- উক্যাচিং মারমা।
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- উপজাতি/আদিবাসী, বীর বিক্রম, মুক্তিযোদ্ধা
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন মুক্তিযোদ্ধা দিবস কবে? উত্তর ১ ডিসেম্বর
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে? উত্তর ১৭৫ জন।
- প্রশ্ন বীরত্বসূচক উপাধিপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার বয়স কত ছিল? উত্তর ১২ বছর।
- প্রশ্ন সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী? উত্তর শহীদুল ইসলাম (লালু) (বীর প্রতীক)
- প্রশ্ন মুক্তিযোদ্ধের বীরত্বসূচক খেতাব কত তারিখে দেওয়া হয়? উত্তর ১৫ ডিসেম্বর ১৯৭৩
- প্রশ্ন মুজিবনগর সরকারের সময়কাল কোনটি? উত্তর ১০ এপ্রিল ১৯৭১ - ১২ জানুয়ারি ১৯৭২
- প্রশ্ন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? উত্তর এ.এইচ.এম কামারুজ্জামান। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সংস্থাপন সচিব কে ছিলেন? উত্তর মোহাম্মদ নুরুল কাদের।
- প্রশ্ন ঐতিহাসিক মুজিবনগর কোন্ জেলায় অবস্থিত? উত্তর মেহেরপুর।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? উত্তর মুজিবনগর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কী ছিল? উত্তর এম. এফ
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর ৪টি
- প্রশ্ন মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে? উত্তর ডা. সেতারা বেগম ও তারামন বিবি
- প্রশ্ন কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’? উত্তর আইভরি কোস্ট