মুক্তিযোদ্ধা দিবস কবে?
- Answer
- ১ ডিসেম্বর
- Description
- Categories
- বাংলাদেশের জাতীয় দিবস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জাতীয় দিবস, মুক্তিযোদ্ধা
Related Questions
- প্রশ্ন ২৬ মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কবে? উত্তর ১৯৮০ সালে।
- প্রশ্ন সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী? উত্তর শহীদুল ইসলাম (লালু) (বীর প্রতীক)
- প্রশ্ন বীরত্বসূচক উপাধিপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার বয়স কত ছিল? উত্তর ১২ বছর।
- প্রশ্ন শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উত্তর ১৪ ডিসেম্বর
- প্রশ্ন একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতী মুক্তিযোদ্ধা কে ছিলেন? উত্তর উক্যাচিং মারমা।
- প্রশ্ন মুক্তিযোদ্ধের বীরত্বসূচক খেতাব কত তারিখে দেওয়া হয়? উত্তর ১৫ ডিসেম্বর ১৯৭৩
- প্রশ্ন বেগম রোকেয়া দিবস কবে? উত্তর ৯ ডিসেম্বর
- প্রশ্ন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? উত্তর ১০ জানুয়ারি
- প্রশ্ন স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? উত্তর জাগ্রত চৌরঙ্গী
- প্রশ্ন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- প্রশ্ন ১৯৭১ সালের ১৭ এপ্রিল কী বার ছিল? উত্তর শনিবার।
- প্রশ্ন মুজিবনগর সরকারের তথ্য সচিব কে ছিলেন? উত্তর আনোয়ারুল হক খান।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
- প্রশ্ন মুক্তিবাহিনী কবে গঠিত হয়? উত্তর ১১ জুলাই ১৯৭১