বাংলাদেশ জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে সদস্যপদ লাভ করে?
- Answer
- ২৯তম
- Description
স্বাধীনতা লাভের অব্যবহিত পরেই জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য বাংলাদেশ নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালায়। ১৯৭২ সালে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে তৎপরতা চালায়। কিন্তু পাকিস্তান সরকারের প্ররোচনায় নিরাপত্তা পরিষদে চীনের ভেটো প্রয়োগের ফলে পর পর দুবার ব্যর্থ হতে হয়।
অবশেষে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশের সাথে আরও ২টি দেশ, গ্রানাডা (Grenada) এবং গিনি বিসাউ (Guinea-Bissau) জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- Categories
- বিশ্ব সংস্থায় বাংলাদেশ
- Tags
- জাতিসংঘে বাংলাদেশ, সংখ্যাতথ্য
Related Questions
- প্রশ্ন বাংলাদেশ কবে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? উত্তর ১৭ অক্টোবর ১৯৭২
- প্রশ্ন বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তর ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
- প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তর ১৩৬তম
- প্রশ্ন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো দেয়? উত্তর চীন (২৫ আগস্ট ১৯৭২)
- প্রশ্ন ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? উত্তর সপ্তম তফসিলে [১৫০(২) অনুচ্ছেদ]।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭৬ জন
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে? উত্তর ১৭৫ জন।
- প্রশ্ন IMLI-এর পূর্ণরূপ কী? উত্তর International Mother Language Institute
- প্রশ্ন সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ যুক্ত করা হয়? উত্তর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? উত্তর ৩টি
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর প্রতীক উপাধি লাভ করে? উত্তর ৪২৬ জন।
- প্রশ্ন SAC-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC Agricultural Center
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।
- প্রশ্ন অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে? উত্তর ৬০টি