আন্তর্জাতিক আদালতের বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন?
- Answer
- ৯ বছর
- Description
- Reference
CA Oct-21, p-67
- Categories
- সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)
- Tags
- পদের মেয়াদ, সংখ্যাতথ্য
Related Questions
- প্রশ্ন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উত্তর ৮টি
- প্রশ্ন ‘বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী’ উক্তিটি কার? উত্তর আব্রাহাম লিংকন
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর ১১টি
- প্রশ্ন জেনারেল নিয়াজী আত্মসমর্পণের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা কত ছিল? উত্তর ৯৩ হাজার।
- প্রশ্ন বীরত্বসূচক উপাধিপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার বয়স কত ছিল? উত্তর ১২ বছর।
- প্রশ্ন ‘আফ্রিদি’ উপজাতি কোথায় বাস করে? উত্তর পাকিস্তান
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত জন ছিল? উত্তর ৬ জন।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর প্রায় ৩০ লাখ
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? উত্তর ৭ জন।
- প্রশ্ন এনজিও (NGO)-এর পূর্ণরূপ কী? উত্তর Non-Governmental Organization
- প্রশ্ন ‘গোর্খা’ কোন্ দেশের আদি অধিবাসী? উত্তর নেপাল
- প্রশ্ন ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? উত্তর সপ্তম তফসিলে [১৫০(২) অনুচ্ছেদ]।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর ৪টি
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন? উত্তর ৬৯ জন।
- প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে সদস্যপদ লাভ করে? উত্তর ২৯তম