আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিল?
- Alt Question
বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন?
- Answer
- ৩৫ জন।
- Description
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আগারতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। আর এ মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। বঙ্গবন্ধুসহ এ মামলায় আসামি ছিলেন মোট ৩৫ জন।
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- আগরতলা ষড়যন্ত্র মামলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংখ্যাতথ্য
Related Questions
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? উত্তর জানুয়ারি ১৯৬৮।
- প্রশ্ন আগরতলা মামলাকে কী বলে অভিহিত করা হয়? উত্তর রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন কে? উত্তর পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।
- প্রশ্ন গণ অভ্যুত্থান কাকে কেন্দ্র করে গড়ে উঠে? উত্তর আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়? উত্তর ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর প্রায় ৩০ লাখ
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭৬ জন
- প্রশ্ন অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে? উত্তর ৬০টি
- প্রশ্ন বঙ্গবন্ধু কখন বাংলাদেশ নামকরণ করেন? উত্তর ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে
- প্রশ্ন বীরত্বসূচক উপাধিপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার বয়স কত ছিল? উত্তর ১২ বছর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত জন ছিল? উত্তর ৬ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর ৪টি
- প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।