সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ যুক্ত করা হয়?
- Answer
- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
- Description
২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। এর মাধ্যমে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানের সপ্তম তফসিলে সংযোজন করা হয়।
- Categories
- বাংলাদেশের সংবিধান
- Tags
- মুজিবনগর/অস্থায়ী/প্রবাসী সরকার, সংখ্যাতথ্য, সংবিধানের সংশোধনী, স্বাধীনতার ঘোষণাপত্র
Related Questions
- প্রশ্ন ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? উত্তর সপ্তম তফসিলে [১৫০(২) অনুচ্ছেদ]।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান? উত্তর ৫টি।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? উত্তর মুজিবনগর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল? উত্তর ১২টি।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত জন ছিল? উত্তর ৬ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অস্থায়ী ও উপ-রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর সৈয়দ নজরুল ইসলাম।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব কে ছিলেন? উত্তর এইচ টি ইমাম
- প্রশ্ন মুজিবনগর সরকারের কৃষি সচিব কে ছিলেন? উত্তর নুরউদ্দিন আহমেদ।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? উত্তর ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইরাক, সুইজারল্যান্ড, ফিলিপাইন, নেপাল, হংকং, জাপান, নাইজেরিয়া
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? উত্তর ৭ জন।
- প্রশ্ন SRO-এর পূর্ণরূপ কী? উত্তর Statutory Regulatory Order
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।