সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ যুক্ত করা হয়?
- Answer
- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
- Description
২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। এর মাধ্যমে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানের সপ্তম তফসিলে সংযোজন করা হয়।
- Categories
- বাংলাদেশের সংবিধান
- Tags
- মুজিবনগর/অস্থায়ী/প্রবাসী সরকার, সংখ্যাতথ্য, সংবিধানের সংশোধনী, স্বাধীনতার ঘোষণাপত্র
Related Questions
- প্রশ্ন ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? উত্তর সপ্তম তফসিলে [১৫০(২) অনুচ্ছেদ]।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত জন ছিল? উত্তর ৬ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? উত্তর ৮ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান? উত্তর ৫টি।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? উত্তর মুজিবনগর।
- প্রশ্ন মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল? উত্তর ১২টি।
- প্রশ্ন আন্তর্জাতিক আদালতের বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তর ৯ বছর
- প্রশ্ন মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন কারা? উত্তর মাহবুব উদ্দিন আহমদের নেতৃত্বে আনসার বাহিনীর ১২ জন সদস্য।
- প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর এম এ সামাদ
- প্রশ্ন মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে? উত্তর ২৪ ফেব্রুয়ারি ২০০০ সালে।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর ১১টি
- প্রশ্ন মুজিবনগর সরকারের রাজধানী কোথায় ছিল? উত্তর মেহেরপুর জেলার মুজিবনগরে।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিল? উত্তর ৩৫ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন? উত্তর ক্যাপ্টেন এম. মনসুর আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।