বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
- Answer
- ১৩৬তম
- Description
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে বাংলাদেশ (Bangladesh), গ্রানাডা (Grenada) এবং গিনি বিসাউ (Guinea-Bissau)। ইংরেজি বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে।
- Categories
- বিশ্ব সংস্থায় বাংলাদেশ
- Tags
- জাতিসংঘে বাংলাদেশ
Related Questions
- প্রশ্ন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো দেয়? উত্তর চীন (২৫ আগস্ট ১৯৭২)
- প্রশ্ন বাংলাদেশ কবে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? উত্তর ১৭ অক্টোবর ১৯৭২
- প্রশ্ন বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তর ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
- প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে সদস্যপদ লাভ করে? উত্তর ২৯তম
- প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন UNAB-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Associations of Bangladesh
- প্রশ্ন UNROB-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Relief Operation in Bangladesh
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে কোন দেশ ‘ভেটো’ দিয়েছিল? উত্তর সোভিয়েত ইউনিয়ন
- প্রশ্ন BNCU-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh National Commission for UNESCO
- প্রশ্ন IMLI-এর পূর্ণরূপ কী? উত্তর International Mother Language Institute
- প্রশ্ন SAC-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC Agricultural Center
- প্রশ্ন SMRC-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC Meteorological Research Center
- প্রশ্ন টিআইবি (TIB)-এর পূর্ণরূপ কী? উত্তর Transparency International Bangladesh
- প্রশ্ন ওআইসি (OIC)’র কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? উত্তর ২য় শীর্ষ সম্মেলন