ওআইসি (OIC)’র কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
- Answer
- ২য় শীর্ষ সম্মেলন
- Description
ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র দ্বিতীয় শীর্ষ সম্মেলন ২২-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। উক্ত শীর্ষ সম্মেলনেই বাংলাদেশ ওআইসি’র ৩২তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে।
- Categories
- বিশ্ব সংস্থায় বাংলাদেশ
- Tags
- ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Related Questions
- প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন ২৫ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে কোন কারাগারে রাখা হয়? উত্তর পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিল? উত্তর ৩৫ জন।
- প্রশ্ন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? উত্তর মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
- প্রশ্ন IMLI-এর পূর্ণরূপ কী? উত্তর International Mother Language Institute
- প্রশ্ন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো দেয়? উত্তর চীন (২৫ আগস্ট ১৯৭২)
- প্রশ্ন ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থের লেখক কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- প্রশ্ন বাংলাদেশ নামকরণ কে করেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন আগরতলা মামলাকে কী বলে অভিহিত করা হয়? উত্তর রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন SAC-এর পূর্ণরূপ কী? উত্তর SAARC Agricultural Center
- প্রশ্ন বাংলাদেশ কবে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? উত্তর ১৭ অক্টোবর ১৯৭২
- প্রশ্ন মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে? উত্তর সব্যসাচী হাজরা
- প্রশ্ন বঙ্গবন্ধু কখন বাংলাদেশ নামকরণ করেন? উত্তর ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়? উত্তর ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।