মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে কোন দেশ ‘ভেটো’ দিয়েছিল?
- Alt Question
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?
- Answer
- সোভিয়েত ইউনিয়ন
- Description
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের বিজয় প্রায় সুনিশ্চিত, ঠিক তখনই ৪ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মার্কিন প্রতিনিধি জর্জ এইচ বুশ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পেশ করে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি এ প্রস্তাবকে ‘একতরফা’ বলে অভিহিত করে প্রস্তাবটিতে ভেটো প্রদান করে। পরদিন ৫ ডিসেম্বর আরও আটটি দেশের পক্ষ থেকে পাক-ভারত যুদ্ধবিরতি প্রস্তাব আনলে সোভিয়েত ইউনিয়ন তাতে পুনরায় ভেটো দেয়। এভাবে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে অবস্থান গ্রহণ করে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল।
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জাতিসংঘ, জাতিসংঘে বাংলাদেশ, জাতিসংঘে ভেটো প্রদান, সোভিয়েত ইউনিয়ন
Related Questions
- প্রশ্ন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো দেয়? উত্তর চীন (২৫ আগস্ট ১৯৭২)
- প্রশ্ন পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন? উত্তর জেনারেল এ, কে নিয়াজী।
- প্রশ্ন বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম মৃত্যবরণ করেন কে? উত্তর মোস্তফা কামাল (৮ এপ্রিল ১৯৭১)।
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কত জন বীর প্রতীক উপাধি লাভ করে? উত্তর ৪২৬ জন।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিলেন? উত্তর ডক্টর মালিক (বেসামরিক গভর্নর)।
- প্রশ্ন পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন? উত্তর ২০ জানুয়ারি ১৯৬৯।
- প্রশ্ন আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন? উত্তর ২৫ মার্চ ১৯৭১ রাতে।
- প্রশ্ন জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য? উত্তর বিটলস
- প্রশ্ন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন? উত্তর নৌবাহিনী
- প্রশ্ন কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি (Poet of Politics)’ উপাধি দিয়েছিল? উত্তর নিউজ উইকস
- প্রশ্ন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? উত্তর পূর্ব জার্মানি
- প্রশ্ন রবি শংকর একজন বিখ্যাত - উত্তর সেতার বাদক
- প্রশ্ন স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন কবে? উত্তর ১০ জানুয়ারি ১৯৭২৷
- প্রশ্ন IBRD-এর পূর্ণরূপ কী? উত্তর International Bank for Reconstruction and Development
- প্রশ্ন আইএলও (ILO)-এর পূর্ণরূপ কী? উত্তর International Labor Organization