মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে কোন দেশ ‘ভেটো’ দিয়েছিল?
- Alt Question
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?
- Answer
- সোভিয়েত ইউনিয়ন
- Description
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের বিজয় প্রায় সুনিশ্চিত, ঠিক তখনই ৪ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মার্কিন প্রতিনিধি জর্জ এইচ বুশ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পেশ করে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি এ প্রস্তাবকে ‘একতরফা’ বলে অভিহিত করে প্রস্তাবটিতে ভেটো প্রদান করে। পরদিন ৫ ডিসেম্বর আরও আটটি দেশের পক্ষ থেকে পাক-ভারত যুদ্ধবিরতি প্রস্তাব আনলে সোভিয়েত ইউনিয়ন তাতে পুনরায় ভেটো দেয়। এভাবে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে অবস্থান গ্রহণ করে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল।
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জাতিসংঘ, জাতিসংঘে বাংলাদেশ, জাতিসংঘে ভেটো প্রদান, সোভিয়েত ইউনিয়ন
বিজ্ঞাপন
সারাক্ষণ খোলা ❯
Related Questions
- প্রশ্ন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো দেয়? উত্তর চীন (২৫ আগস্ট ১৯৭২)
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন? উত্তর ক্যাপ্টেন এম. মনসুর আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত জন ছিল? উত্তর ৬ জন।
- প্রশ্ন মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন কারা? উত্তর মাহবুব উদ্দিন আহমদের নেতৃত্বে আনসার বাহিনীর ১২ জন সদস্য।
- প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর এম এ সামাদ
- প্রশ্ন মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে? উত্তর ২৪ ফেব্রুয়ারি ২০০০ সালে।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর কর্নেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান? উত্তর ৫টি।
- প্রশ্ন ১৯৭১ সালে ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? উত্তর ৩ নভেম্বর
- প্রশ্ন আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ১০ নং সেক্টরের
- প্রশ্ন মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? উত্তর ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইরাক, সুইজারল্যান্ড, ফিলিপাইন, নেপাল, হংকং, জাপান, নাইজেরিয়া
- প্রশ্ন ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? উত্তর জুলফিকার আলী ভুট্টো
- প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে সংঘটিত হয়? উত্তর ১৯ মার্চ ১৯৭১
- প্রশ্ন প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর ২ মার্চ ১৯৭১ সালে।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন্ সেক্টরের অর্ন্তভুক্ত ছিল? উত্তর ৭ নং সেক্টর