মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে কোন দেশ ‘ভেটো’ দিয়েছিল?
- Alt Question
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?
- Answer
- সোভিয়েত ইউনিয়ন
- Description
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের বিজয় প্রায় সুনিশ্চিত, ঠিক তখনই ৪ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মার্কিন প্রতিনিধি জর্জ এইচ বুশ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পেশ করে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি এ প্রস্তাবকে ‘একতরফা’ বলে অভিহিত করে প্রস্তাবটিতে ভেটো প্রদান করে। পরদিন ৫ ডিসেম্বর আরও আটটি দেশের পক্ষ থেকে পাক-ভারত যুদ্ধবিরতি প্রস্তাব আনলে সোভিয়েত ইউনিয়ন তাতে পুনরায় ভেটো দেয়। এভাবে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে অবস্থান গ্রহণ করে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল।
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- জাতিসংঘ, জাতিসংঘে বাংলাদেশ, জাতিসংঘে ভেটো প্রদান, সোভিয়েত ইউনিয়ন
Related Questions
- প্রশ্ন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো দেয়? উত্তর চীন (২৫ আগস্ট ১৯৭২)
- প্রশ্ন স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন কবে? উত্তর ১০ জানুয়ারি ১৯৭২৷
- প্রশ্ন IBRD-এর পূর্ণরূপ কী? উত্তর International Bank for Reconstruction and Development
- প্রশ্ন আইএলও (ILO)-এর পূর্ণরূপ কী? উত্তর International Labor Organization
- প্রশ্ন OPCW-এর পূর্ণরূপ কী? উত্তর Organization for the Prohibition of Chemical Weapons
- প্রশ্ন UNCCD-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Convention to Combat Desertification
- প্রশ্ন UNCOD-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Conference on Desertification
- প্রশ্ন UNEDA-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Economic and Development Administration
- প্রশ্ন UNFPA-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Population Fund
- প্রশ্ন UNIDO-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Industrial Development Organization
- প্রশ্ন UNITC-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations International Trade Center
- প্রশ্ন UNTAC-এর পূর্ণরূপ কী? উত্তর United Nations Transitional Authority in Cambodia
- প্রশ্ন WBG-এর পূর্ণরূপ কী? উত্তর World Bank Group
- প্রশ্ন বাংলাদেশ কবে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? উত্তর ১৭ অক্টোবর ১৯৭২
- প্রশ্ন স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? উত্তর জাগ্রত চৌরঙ্গী