মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে?
- Answer
- সব্যসাচী হাজরা
- Description
- Reference
- কারেন্ট অ্যাফেয়ার্স। সেপ্টেম্বর ২০২২। পৃষ্ঠা-৭৬
- Categories
- সাধারণ জ্ঞান (বাংলাদেশ)
- Tags
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর নামে নামকরণ, মুজিববর্ষ
Related Questions
- প্রশ্ন কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করা হয়েছে? উত্তর হালদা নদী
- প্রশ্ন বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন? উত্তর তোফায়েল আহমেদ।
- প্রশ্ন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? উত্তর সুনামগঞ্জ
- প্রশ্ন বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কোথায় দেয়া হয়? উত্তর তৎকালীন রেসকোর্স ময়দানে।
- প্রশ্ন মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত? উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়।
- প্রশ্ন সাভারে অবস্থিত ‘জাতীয় স্মৃতিসৌধ’-এর স্থপতি কে? উত্তর সৈয়দ মইনুল হোসেন
- প্রশ্ন ২৫ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে কোন কারাগারে রাখা হয়? উত্তর পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন কে? উত্তর পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।
- প্রশ্ন কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি (Poet of Politics)’ উপাধি দিয়েছিল? উত্তর নিউজ উইকস
- প্রশ্ন চবি-এর পূর্ণরূপ কী? উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- প্রশ্ন PBI-এর পূর্ণরূপ কী? উত্তর Police Bureau of Investigation
- প্রশ্ন ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থের লেখক কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- প্রশ্ন মুজিবনগর সরকারের আরেক নাম কী? উত্তর প্রবাসী বা অস্থায়ী সরকার।
- প্রশ্ন বাংলাদেশ নামকরণ কে করেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিল? উত্তর ৩৫ জন।