ডিজিএফআই (DGFI)-এর পূর্ণরূপ কী?
- Answer
- Directorate General of Forces Intelligence
- Description
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে এটি পরিচালিত হয়। ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এটি প্রতিষ্ঠা করেন। তখন এর নাম ছিল Directorate of Forces Intelligence (DFI)। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংস্থার কাঠামোগত পরিবর্তন করেন এবং এর নামকরণ করা হয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা Directorate General of Forces Intelligence (DGFI)।
- Categories
- সাধারণ জ্ঞান (বাংলাদেশ)
- Tags
- গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ-সংক্রান্ত শব্দ-সংক্ষেপ
Related Questions
- প্রশ্ন পুলিশের DB-এর পূর্ণরূপ কী? উত্তর Detective Branch
- প্রশ্ন NSI-এর পূর্ণরূপ কী? উত্তর National Security Intelligence
- প্রশ্ন SB-এর পূর্ণরূপ কী? উত্তর Special Branch
- প্রশ্ন PBI-এর পূর্ণরূপ কী? উত্তর Police Bureau of Investigation
- প্রশ্ন CID-এর পূর্ণরূপ কী? উত্তর Criminal Investigation Department
- প্রশ্ন বুয়েট (BUET)-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh University of Engineering and Technology
- প্রশ্ন বিডিটি (BDT)-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Taka
- প্রশ্ন বেলা (BELA)-এর পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Environmental Lawyers Association
- প্রশ্ন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? উত্তর সুনামগঞ্জ
- প্রশ্ন বিপিএসসি (BPSC)’র পূর্ণরূপ কী? উত্তর Bangladesh Public Service Commission
- প্রশ্ন বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন? উত্তর তোফায়েল আহমেদ।
- প্রশ্ন পবিস-এর পূর্ণরূপ কী? উত্তর পল্লী বিদ্যুৎ সমিতি (PBS)
- প্রশ্ন বাসস-এর পূর্ণরূপ কী? উত্তর বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS)
- প্রশ্ন ABCN-এর পূর্ণরূপ কী? উত্তর Area Based Community Nutrition
- প্রশ্ন APBN-এর পূর্ণরূপ কী? উত্তর Armed Police Battalion