বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায়?
- Answer
- রংপুরে
- Description
- Reference
- CA Aug-21 p-55
- Categories
- সাধারণ জ্ঞান (বাংলাদেশ)
- Tags
- ছাপাখানা, বাংলাদেশে প্রথম, রংপুর জেলা
Related Questions
- প্রশ্ন মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত? উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়।
- প্রশ্ন ‘শাবাশ বাংলাদেশ’-এর ভাস্কর কে? উত্তর নিতুন কুন্ডু
- প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে সংঘটিত হয়? উত্তর ১৯ মার্চ ১৯৭১
- প্রশ্ন কোন্ নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান? উত্তর ক্যাপ্টেন ডা: সেতারা বেগম
- প্রশ্ন ঢাবি-এর পূর্ণরূপ কী? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় (DU)
- প্রশ্ন SB-এর পূর্ণরূপ কী? উত্তর Special Branch
- প্রশ্ন সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর কোথায়? উত্তর ঢাকা, বাংলাদেশ।
- প্রশ্ন সাভারে অবস্থিত ‘জাতীয় স্মৃতিসৌধ’-এর স্থপতি কে? উত্তর সৈয়দ মইনুল হোসেন
- প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়? উত্তর গাজীপুরে
- প্রশ্ন কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? উত্তর ইরাক
- প্রশ্ন প্রকৃচি-এর পূর্ণরূপ কী? উত্তর প্রকৌশল, কৃষি ও চিকিৎসা
- প্রশ্ন বাংলাদেশের প্রথম রেল স্টেশন কোনটি? উত্তর কুষ্টিয়ার জগতি রেল স্টেশন।
- প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? উত্তর যশোর
- প্রশ্ন স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? উত্তর জাগ্রত চৌরঙ্গী
- প্রশ্ন প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।