‘প্রোষিতভর্তৃকা’ শব্দটির অর্থ কী?

Alt Question

‘প্রোষিতভর্তৃকা’ শব্দটি দিয়ে কী বুঝায়?

Answer
যে নারীর স্বামী বিদেশে বা প্রবাসে থাকে।
Description

‘প্রোষিতভর্তৃকা’ শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দ এবং বিশেষ্য পদ। ‘প্রোষিত’ শব্দের অর্থ বিদেশগত, প্রবাসী। আর ‘ভর্তৃ’ শব্দের অর্থ স্বামী। সুতরাং যে নারীর স্বামী বিদেশে বা প্রবাসে থাকে তাকে এককথায় ‘প্রোষিতভর্তৃকা’ বলা হয়। অন্যদিকে যার স্ত্রী বিদেশে থাকে তাকে ‘প্রোষিতপত্নীক’ বা ‘প্রোষিতভার্য’ বলা হয়।

Reference

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। সম্পাদক: জামিল চৌধুরী। পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ: এপ্রিল ২০১৬। পৃষ্ঠা: ৮৮৮

Categories
বাংলা ভাষার শব্দভান্ডার
Tags
বাংলা শব্দার্থ

Related Questions