‘উর্ণনাভ’ শব্দের অর্থ কী?
- Alt Question
‘উর্ণনাভ’ শব্দটি দিয়ে কী বুঝায়?
- Answer
- মাকড়সা
- Description
‘উর্ণনাভ’ শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দ এবং বিশেষ্য পদ। ‘উর্ণ’ ও ‘নাভ’ শব্দ দুটি মিলিত হয়ে ‘উর্ণনাভ’ শব্দটি গঠিত হয়েছে। ‘উর্ণ’ শব্দের অর্থ জাল, আর নাভির সংক্ষিপ্ত রূপ নাভ। সুতরাং যার নাভি বা কেন্দ্রস্থল থেকে সুতা তৈরি হয়, সেই হলো উর্ণনাভ। আর আমরা জানি মাকড়সা তার শরীর থেকে সুতা উৎপন্ন করে জাল তৈরি করে। তাই ‘উর্ণনাভ’ বলতে মাকড়সাকে বুঝানো হয়।
বানান সতর্কতা: আগে দীর্ঘ-ঊ দিয়ে ‘ঊর্ণনাভ’ লেখা হতো। বর্তমানে শুধু হ্রস্ব-উ দিয়ে ‘উর্ণনাভ’ শব্দটি প্রমিত করা হয়েছে।
- Reference
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। সম্পাদক: জামিল চৌধুরী। পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ: এপ্রিল ২০১৬। পৃষ্ঠা-২১৭
- সরকারি কাজে ব্যাবহারিক বাংলা (২য় সংস্করণ)। পৃষ্ঠা-৯৯
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। প্রধান সম্পাদক: ডক্টর মুহম্মদ এনামুল হক। সম্পাদক: শিবপ্রসন্ন লাহিড়ী। পরিমার্জিত সংস্করণ, চতুর্থ পুনর্মুদ্রণ: সেপ্টেম্বর ২০০৩। পৃষ্ঠা-১৭২ ও ১৭৬
- বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান। সম্পাদক: আহমদ শরীফ। পরিমার্জিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ: ফেব্রুয়ারি ১৯৯৬। পৃষ্ঠা-৭৯
- Categories
- বাংলা ভাষার শব্দভান্ডার
- Tags
- বাংলা শব্দার্থ
Related Questions
- প্রশ্ন ‘তাম্বূলিক’ শব্দের অর্থ কী? উত্তর পান ব্যবসায়ী, পানবিক্রেতা, পর্ণকার। পানসংক্রান্ত।
- প্রশ্ন ‘অভিরাম’ শব্দের অর্থ কী? উত্তর মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক।
- প্রশ্ন ‘প্রোষিতভর্তৃকা’ শব্দটির অর্থ কী? উত্তর যে নারীর স্বামী বিদেশে বা প্রবাসে থাকে।
- প্রশ্ন ‘জিজীবিষা’ শব্দের অর্থ কী? উত্তর বেঁচে থাকার ইচ্ছা
- প্রশ্ন অন্যের রচনা থেকে চুরি করাকে কী বলা হয়? উত্তর কুম্ভিলকবৃত্তি বা plagiarism
- প্রশ্ন ‘উনকোটি চৌষট্টি’ এ বাগধারার অর্থ কী? উত্তর প্রায় সম্পূর্ণ
- প্রশ্ন ‘গির্জা’ কোন ভাষার শব্দ? উত্তর পর্তুগিজ।
- প্রশ্ন ‘শরতের শিশির’ বাগধারাটির অর্থ কী? উত্তর সুসময়ের বন্ধু, ক্ষণস্থায়ী।
- প্রশ্ন ‘শিবরাত্রির সলতে’ বাগধারাটির অর্থ কী? উত্তর একমাত্র জীবিত বংশধর