‘উর্ণনাভ’ শব্দের অর্থ কী?

Alt Question

‘উর্ণনাভ’ শব্দটি দিয়ে কী বুঝায়?

Answer
মাকড়সা
Description

‘উর্ণনাভ’ শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দ এবং বিশেষ্য পদ। ‘উর্ণ’ ও ‘নাভ’ শব্দ দুটি মিলিত হয়ে ‘উর্ণনাভ’ শব্দটি গঠিত হয়েছে। ‘উর্ণ’ শব্দের অর্থ জাল, আর নাভির সংক্ষিপ্ত রূপ নাভ। সুতরাং যার নাভি বা কেন্দ্রস্থল থেকে সুতা তৈরি হয়, সেই হলো উর্ণনাভ। আর আমরা জানি মাকড়সা তার শরীর থেকে সুতা উৎপন্ন করে জাল তৈরি করে। তাই ‘উর্ণনাভ’ বলতে মাকড়সাকে বুঝানো হয়।

বানান সতর্কতা: আগে দীর্ঘ-ঊ দিয়ে ‘ঊর্ণনাভ’ লেখা হতো। বর্তমানে শুধু হ্রস্ব-উ দিয়ে ‘উর্ণনাভ’ শব্দটি প্রমিত করা হয়েছে।

Reference
Categories
বাংলা ভাষার শব্দভান্ডার
Tags
বাংলা শব্দার্থ

Related Questions