স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়?
- Alt Question
বাংলাদেশের প্রথম জনশুমারি কবে অনুষ্ঠিত হয়?
- Answer
- ১৯৭৪ সালে
- Description
কোনো দেশের বা কোনো নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার আনুষ্ঠানিক গণনাকে জনশুমারি বলা হয়। পূর্বে একে আদমশুমারি বলা হতো। ২০১৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া ‘পরিসংখ্যান আইন ২০১৩’-এর ৬(গ) ধারায় আদমশুমারিকে ‘জনশুমারি’ নামে অভিহিত করা হয়েছে।
বাংলাদেশে সাধারণত প্রতি ১০ (দশ) বছর পর পর ‘১’ দিয়ে শেষ হওয়া বছরগুলোতে জনশুমারি করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কারণে জনশুমারি করা সম্ভব হয়নি। তাই স্বাধীনতার পর ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়।
- Categories
- বাংলাদেশের আদমশুমারি
- Tags
- আদমশুমারি/জনশুমারি