বিবিএস (BBS)-এর পূর্ণরূপ কী?

Answer
Bangladesh Bureau of Statistics
Description

১৯৭৪ সালের ২৬ আগস্ট তৎকালীন চারটি সংস্থা যথা- পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশনকে একত্রিত করে ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)’ প্রতিষ্ঠা করা হয়। ‘জাতীয় পরিসংখ্যান সংস্থা (এনএসও)’ হিসেবে সংস্থাটি নিয়মিতভাবে আর্থসামাজিক, জনমিতিক, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, জাতীয় উৎপাদ, জাতীয় আয় নিরূপণ, পরিবেশ ও জলবায়ুসহ বিভিন্ন সেক্টরের তথ্য-উপাত্ত সংগ্রহ, সংকলন, প্রক্রিয়াকরণ ও প্রকাশ করে থাকে। বর্তমানে বিবিএস-এর সকল কার্যক্রম ‘পরিসংখ্যান আইন-২০১৩’ এর আওতায় পরিচালিত হয়।

Categories
সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান
Tags
আদমশুমারি/জনশুমারি, বাংলাদেশ-সংক্রান্ত শব্দ-সংক্ষেপ

Related Questions