মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
- Answer
- তৎকালীন রেসকোর্স ময়দানে।
- Description
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- ট্যাগবিহীন
Related Questions
- প্রশ্ন বাংলাদেশের কোনো জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কী? উত্তর বীর উত্তম
- প্রশ্ন কোন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়? উত্তর ইরাক
- প্রশ্ন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? উত্তর চাঁপাইনবাবগঞ্জ
- প্রশ্ন ১৯৭১ সালের ২৫ মার্চ কী বার ছিল? উত্তর বৃহস্পতিবার
- প্রশ্ন বাঙালি জাতির মুক্তির সনদ কী? উত্তর ছয় দফা আন্দোলন।
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তর ১০ নং সেক্টর
- প্রশ্ন মুজিবনগর সরকারের আরেক নাম কী? উত্তর প্রবাসী বা অস্থায়ী সরকার।
- প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী কে ছিলেন? উত্তর খন্দকার মোশতাক আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থসচিব কে ছিলেন? উত্তর খন্দকার আসাদুজ্জামান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক কে ছিলেন? উত্তর ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
- প্রশ্ন বিশ্বের কতটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? উত্তর দুটি দেশের।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন রাজাকার বাহিনী গঠন করেন কে? উত্তর মওলানা এ কে এম ইউসুফ
- প্রশ্ন ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে? উত্তর ২১ নভেম্বর ১৯৭১
- প্রশ্ন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১