বাঙালি জাতির মুক্তির সনদ কী?
- Answer
- ছয় দফা আন্দোলন।
- Description
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ‘ছয় দফা দাবি’ উত্থাপন করেন। ছয় দফার মূল লক্ষ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা।
একে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতোই গুরুত্বপূর্ণ যে একে ‘ম্যাগনা কার্টা’ বা ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ও বলা হয়। উল্লেখ্য, ‘ম্যাগনা কার্টা’ হলো যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল যা ১৫ জুন ১২১৫ সালে রাজার ক্ষমতা খর্ব করতে স্বাক্ষরিত হয়েছিল।
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- ছয় দফা কর্মসূচী
Related Questions
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষণা করেন? উত্তর ২৩ মার্চ ১৯৬৬ সালে
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচী কবে ব্যক্ত করেন? উত্তর ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
- প্রশ্ন মুজিবনগর সরকারের আরেক নাম কী? উত্তর প্রবাসী বা অস্থায়ী সরকার।
- প্রশ্ন মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী কে ছিলেন? উত্তর খন্দকার মোশতাক আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অর্থসচিব কে ছিলেন? উত্তর খন্দকার আসাদুজ্জামান।
- প্রশ্ন মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক কে ছিলেন? উত্তর ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
- প্রশ্ন বিশ্বের কতটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? উত্তর দুটি দেশের।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন রাজাকার বাহিনী গঠন করেন কে? উত্তর মওলানা এ কে এম ইউসুফ
- প্রশ্ন ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে? উত্তর ২১ নভেম্বর ১৯৭১
- প্রশ্ন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১
- প্রশ্ন কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? উত্তর মেজর জেনারেল জ্যাকব
- প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? উত্তর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
- প্রশ্ন প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
- প্রশ্ন বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।