বাঙালি জাতির মুক্তির সনদ কী?
- Answer
- ছয় দফা আন্দোলন।
- Description
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ‘ছয় দফা দাবি’ উত্থাপন করেন। ছয় দফার মূল লক্ষ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা।
একে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতোই গুরুত্বপূর্ণ যে একে ‘ম্যাগনা কার্টা’ বা ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ও বলা হয়। উল্লেখ্য, ‘ম্যাগনা কার্টা’ হলো যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল যা ১৫ জুন ১২১৫ সালে রাজার ক্ষমতা খর্ব করতে স্বাক্ষরিত হয়েছিল।
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- ছয় দফা কর্মসূচী
Related Questions
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষণা করেন? উত্তর ২৩ মার্চ ১৯৬৬ সালে
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচী কবে ব্যক্ত করেন? উত্তর ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
- প্রশ্ন মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দীন আহমদ।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? উত্তর রুহুল কুদ্দুস।
- প্রশ্ন মুজিবনগর সরকারের আইন সচিব কে ছিলেন? উত্তর আবদুল হান্নান চৌধুরী।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
- প্রশ্ন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? উত্তর মালয়েশিয়া
- প্রশ্ন মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর প্রায় ৩০ লাখ
- প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭৬ জন
- প্রশ্ন আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? উত্তর ঢাকা সেনানিবাসে।
- প্রশ্ন অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে? উত্তর ৬০টি
- প্রশ্ন বঙ্গবন্ধু কখন বাংলাদেশ নামকরণ করেন? উত্তর ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে
- প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে স্থাপন করা হয়? উত্তর ২৬ মার্চ ১৯৭১।