বাঙালি জাতির মুক্তির সনদ কী?
- Answer
- ছয় দফা আন্দোলন।
- Description
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ‘ছয় দফা দাবি’ উত্থাপন করেন। ছয় দফার মূল লক্ষ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা।
একে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতোই গুরুত্বপূর্ণ যে একে ‘ম্যাগনা কার্টা’ বা ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ও বলা হয়। উল্লেখ্য, ‘ম্যাগনা কার্টা’ হলো যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল যা ১৫ জুন ১২১৫ সালে রাজার ক্ষমতা খর্ব করতে স্বাক্ষরিত হয়েছিল।
- Categories
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
- Tags
- ছয় দফা কর্মসূচী
Related Questions
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচী কবে ব্যক্ত করেন? উত্তর ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষণা করেন? উত্তর ২৩ মার্চ ১৯৬৬ সালে
- প্রশ্ন মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর ১০ এপ্রিল ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের অস্থায়ী ও উপ-রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর সৈয়দ নজরুল ইসলাম।
- প্রশ্ন মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব কে ছিলেন? উত্তর এইচ টি ইমাম
- প্রশ্ন মুজিবনগর সরকারের কৃষি সচিব কে ছিলেন? উত্তর নুরউদ্দিন আহমেদ।
- প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে থেকে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কবে? উত্তর ৮ সেপ্টেম্বর ১৯৭১।
- প্রশ্ন ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল? উত্তর প্রায় দশ লক্ষ
- প্রশ্ন মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর ১১টি
- প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষণা করা হয় কবে? উত্তর ৩ মার্চ ১৯৭১
- প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? উত্তর ৩টি
- প্রশ্ন এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌঁছে কত তারিখে? উত্তর ৩ মার্চ
- প্রশ্ন বাংলাদেশ নামকরণ কে করেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় কবে? উত্তর ২৬ মার্চ ১৯৭১।